সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: রেড রোডে ভ’য়া’ন’ক দু’র্ঘ’ট’না, পাঁচিল ট’প’কে ফুটপাতে মিনিবাস, বাসের নী’চে বাইক চালক

ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল পহেলা জুলাই। মাসের প্রথম দিনই দুর্ঘটনার খবর শুনতে পাওয়া গেল কলকাতার বুক থেকে। আজ সকালে রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। ফোর্ট উইলিয়ামের পাঁচিলে রাস্তার রেলিং ভেঙে ধাক্কা মারে একটি বাস। বাসের নিচে আটকে পড়ে যান একজন বাইক আরোহী। পরে তাকে উদ্ধার করা হয়।

শুনতে পাওয়া যাচ্ছে, মিনিবাসটি হাওড়া মেটিয়াবুরুজ রুটের বাস। দুর্ঘটনার ফলে দুর্ঘটনাগ্রস্ত বাসের সমস্ত কাঁচ ভেঙ্গে গেছে। ভেতরটা দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছে যান কলকাতার পুলিশ। তার সঙ্গে পৌঁছে যান সেনাবাহিনীর জয়ানরা। একত্র হয়ে তারা আহতদের উদ্ধার করেন এবং হাস্পাতালে নিয়ে যান।

দুর্ঘটনা এতটাই তীব্র ছিল যে রাস্তার ধারের একটি রেলিংয়ের সম্পূর্ণ পরিমাণে ভেঙে যায়। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে তিনটি ক্রেন, যার সাহায্যে বাসটিকে সরানোর কাজ চলছে পুরোদমে। এমন একটি দুর্ঘটনায় আরো একবার বাস চালকদের দায়িত্বশীলতা প্রশ্নের মুখে এসে পড়েছে।