সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাতাসের সঙ্গে স’ম্প’র্ক না থাকলেও কেন চপ্পলকে “হাওয়াই চটি” বলা হয়?

পৃথিবীতে যা কিছু আছে বা আমরা যা কিছু দেখছি সব কিছুরই যেমন একেক রকম ব্যাবহার আছে তেমন এক একটি নির্দিষ্ট নামও আছে। আর এই নাম গুলো অবশ্যই কোনো কারণ বসত দেওয়া হয়েছে। যেমন – এরোপ্লেন, এই এরোপ্লেন শব্দ টা শুনলেই আমরা বুঝতে পারি বাতাসে উড়ে চলা একটি যানবাহন যেটাকে আমরা প্লেন বা এরোপ্লেন বলি। আবার যেমন একটি উদাহরণ হলো সাবমেরিন – আমরা সাবমেরিন বলতে ডুবো জাহাজকে জানি। অর্থাৎ জলের নিচ দিয়ে চলে যে যানবাহন।

সেরকমই আমাদের রোজকার জীবনে দরকার হয় একটা বস্তু ‘ হাওয়াই চপ্পল ‘। এটা আমরা পায়ে পড়ি কিন্তু এমন অদ্ভুত নাম কেনো এই চটির। এটা পড়ে তো আর আমরা হাওয়ায় ভাসতে পারি না তাই না। তার পরেও হাওয়াই কেনো বলা হয়?
আসুন জেনে নেওয়া যাক।

বিভিন্ন সংবামাধ্যম ও ইতিহাসবিদরা মনে করেন হাওয়াই দ্বীপের সঙ্গে এই নামের একটা সম্পর্ক আছে। আমেরিকার একটি দ্বীপ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ। আর এই দ্বীপে শোনা যায় একটা গাছ আছে। গাছটির নাম ‘ টি ‘। এই টি নামের গাছটির তবে একটি বিশেষত্ব আছে। এই গাছ থেকে বলা হয় একটা রাবারের মত কাপড় বানানো যায়।

আরো পড়ুন: রাজ্যগুলোকে কেন্দ্রের ত’র’ফ থেকে সতর্কবা’র্তা, বাড়ছে টমেটো ফ্লু-র আ’ত’ঙ্ক!

আর এই রাবারের মত আস্তরণ থেকে স্লিপার বানানো হয়। তাই বলা হয় যেহেতু হাওয়াই দ্বীপে এটা বানানো হয় তাই এটাকে হাওয়াই চপ্পল বলে। আবার অনেকে বলেন জাপানের শ্রমিকদের ওখানে একসময় কাজে পাঠানো হয়।

আর তাঁরা কাজ শেষ করে যখন ফিরে আসে তাদের সকলের পায়ে ওই রাবারের চপ্পল ছিল। তারা ওই হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে ওই চপ্পল পরে এসেছিল বলে ওটাকে হাওয়াই চপ্পল বলা হয়।