সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জি’রো থেকে শুরু, আ’চ’ম’কা ব’দ’লে যায় ভা’গ্য! এখন কয়েক হাজার কোটির মালিক এই কিক-ব’ক্সা’র

সম্প্রতি ‘সিগমা মেল’ সম্পর্কে অ্যান্ড্রু টেটের করা মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। ইনি হলেন একজন ব্রিটিশ-আমেরিকান প্রাক্তন পেশাদার ক্রুজারওয়েট কিক-বক্সার, ভ্লগার, স্পোর্টস কমেন্টেটর এবং ব্যবসায়ী। এযাবৎকাল ধরে তিনি সুপারক্রুজ এবং ক্রুজারওয়েট কিক-বক্সার হিসাবে লড়াই করেছেন এবং সেই সাথেই জিতে নিয়েছেন ISKA ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এনফিউশন চ্যাম্পিয়ন এবং IKF চ্যাম্পিয়নশিপ।

কট্টরপন্থী মতামতের জন্য তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। শুধু তাই নয়, একাধিক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মতো উল্লেখযোগ্য খবরও রয়েছে। আর সবথেকে উল্লেখযোগ্য হল রোমানিয়াতে সেই সমস্ত স্ত্রীকে নিয়ে বসবাস করেন তিনি। প্রসঙ্গত একটি ওয়েবক্যাম ব্যবসাই তাকে এই সৌভাগ্য অর্জন করতে সহায়তা করেছে।

তিনি একাধিক ব্যাবসা এবং একাধিক অনলাইন সংস্থায় সফল হয়েছেন। প্রাপ্তবয়স্কদের বিনোদন শিল্পে যোগ দিয়ে লক্ষাধিক টাকাও উপার্জন করতে সক্ষম হন তিনি। সেই একাধিক শিরোপাও জয় করে নেন।

আরো পড়ুন: ””’উ”’ত্তে””জ””’ক”” ছ’বিতে সানি লিওন, আগের অবতারে ফিরে যেতেই ঘুম উড়লো নেটিজেনদের

প্রসঙ্গত, তিনি তার কেরিয়ারে অনেক লড়াইয়ে অংশ নিয়েছেন এবং সেগুলো জিতেওছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানান যে, “কিকবক্সিং আমাকে ধনী করেনি, যদিও আমি চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন, লড়াইয়ের জন্য আমি সবচেয়ে বেশি অর্থ প্রদান করেছি এবং তা থেকে প্রায় এক মিলিয়ন ডলার পেয়েছি”।

তবে টেটের আয়ের আসল উৎস হল তার মালিকানাধীন ব্যবসাগুলি। রোমানিয়ার যেখানে তিনি থাকেন সেখানে বেশ কয়েকটি সফল ক্যাসিনো রয়েছে। এছাড়া এর পাশাপাশি, দেশে বেশ কয়েকটি সম্পত্তি ও সম্পত্তির মালিকও তিনি। এইভাবেই বিপুল অঙ্কের টাকার অধিকারী হন যীধ উপার্জন করেন।

সোশ্যাল মিডিয়ায় এনার ২৮৫০০ এর বেশি ফলোয়ার রয়েছে যার মধ্যে গত ৩০ দিনে ৮৪,০০০ জন মানুষ তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। তার এই খ্যাতির সিংহভাগ কৃতিত্ব যায় টিকটকের কারণ TikTok-ই তাকে লক্ষ লক্ষ ভিউ এনে দিয়েছে। এছাড়া ‘TetSpeech’ নামে তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। আর এই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপে অনুরাগীদেরকে ‘সিগমা মেল’ হয়ে ওঠার জন্য এবং সাফল্য অর্জনের জন্য তিনি যথাসম্ভব গাইড করেন।