সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতীয় রেলের কোচগুলি লাল-নীল-সবুজ রঙের কেন হয়?

ভারতে যাতায়াতের একটি অন্যতম প্রধান মাধ্যম হল ভারতীয় রেলওয়ে। ট্রেন হল সবচেয়ে সস্তা যানবাহন যার মাধ্যমে কম খরচে একসঙ্গে অনেক মানুষ অনেক দূর পর্যন্ত যাতায়াত করতে পারে। আর ট্রেনে ভ্রমণ অত্যন্ত সুবিধাজনক এবং আরামদায়ক।

বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে রয়েছে রেল লাইন। ট্রেন একটি সাধারণ যানবাহন হলেও ট্রেনের অনেক তথ্য এখনও আমাদের কাছে অজানা। যেমন, ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক।

প্রতিদিন লাখ লাখ যাত্রী ট্রেনে যাতায়াত করেন। ভারতীয় রেল অনেক ধরনের হয়। এমনকি ট্রেনের বগিও বিভিন্ন ধরণের হয়।বগি গুলিতে এসি কোচ, স্লিপার কোচ ও জেনেরাল কোচ থাকে। ট্রেনে অনেক সময় লাল , নীল ও সুবজ তিনটে আলাদা আলাদা রঙের বগিও দেখতে পাওয়া যায়।

কিন্তু জানেন কি এই রঙের মানে?

ইঞ্জিনের সাথে লেগে লাল রঙের কোচ বা বগিকে বলা হয় লিংক হফম্যান বুশ (এলএইচবি)। সর্বপ্রথম ২০০০ সালে এই কোচগুলি জার্মানি থেকে ভারতে আনা হয়েছিল। এখন পাঞ্জাবের কাপুরথালায় এগুলি তৈরি হয়। অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয় বলে এগুলি ওজনে বেশ হালকা হয়।

আরো পড়ুন: এই মাসেই বছরের প্রথম সূর্যগ্রহণ, কোন কোন রাশি বেশি প্র’ভা’বি’ত হ’বে জেনে নিন

এসব কোচে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়। এগুলির গতিবেগ ২০০ ঘন্টা প্রতি কিলোমিটার হয়। সাধারণত রাজধানী এবং শতাব্দীর মতো দ্রুত চলমান ট্রেনগুলিতেই ব্যবহৃত হয় এই রঙের কোচ। তবে সূত্রের খবর, এখন সমস্ত ট্রেনে লিঙ্ক হফম্যান বুশ (এলএইচবি) কোচ বসানোর পরিকল্পনা চলছে।

বেশিরভাগ ট্রেন নীল রং-এর হয়। নীল রঙা কোচটিকে বলা হয় ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ)। এগুলো লোহার তৈরি এবং এগুলিতে এয়ার ব্রেক ব্যবহার করা হয়।

এই কোচ গুলি তৈরি হয় চেন্নাইতে অবস্থিত ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (আইসিএফ)। কিন্তু ধীরে ধীরে এখন এর জায়গায় লিঙ্ক হফম্যান বুশ ব্যবহার করা হচ্ছে।

গরীব রথ ট্রেনে সবুজ রঙের কোচ ব্যবহার করা হয় এবং মিটার গেজ ট্রেনে বাদামি রঙের কোচ ব্যবহার করা হয়। বিলিমোরা ওয়াঘাই প্যাসেঞ্জার একটি ন্যারোগেজ ট্রেন যাতে সবুজ রঙের কোচ ব্যবহার করা হয়। তবে কখনো কখনো এতে ব্রাউন কোচও ব্যবহার হয়ে থাকে।