সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের সবচেয়ে লম্বা ট্রেন রুট কোনটি? মাত্র ৮৩ ঘন্টায় অতিক্রম ক’রে ৪০০০ কিমি!

বিশ্বের সর্ববৃহৎ প্রশস্ত রেলপথ গুলোর মধ্যে ভারতীয় রেলপথ বিশ্বের মধ্যে অন্যতম। মোট এই রেলপথ ১৭ টি জোনের মধ্যে ভাগ করা রয়েছে। এতবড় প্রশস্ত রেলপথ কিন্তু কেউ কি বলতে পারবে এর মধ্যে দীর্ঘতম রুট কোনটি?

এর উত্তর হল ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত রেলপথ যেটা কিনা ভারতের সবথেকে দীর্ঘতম রুট। বিশ্বের দীর্ঘতম রুটের মধ্যে এটি জায়গা নিয়েছে। এই ট্রেন লাইন ভারতের উত্তর পূর্ব থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত।

ভারত আমাদের বৈচিত্র্য ময় একটি দেশ। এর আকাশ বাতাস, জলবায়ু , প্রকৃতি সবকিছুই আলাদা। তাই এবার এই লম্বা লাইন তারই কিন্তু সাক্ষী বহন করে চলেছে।

আরো পড়ুন: শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার প্র’স্তা’ব আমিই নাড্ডা-শাহকে দিয়েছিলাম: ফড়নবিশ

বিবেক এক্সপ্রেস এই দীর্ঘতম ট্রেন রুটে সফর করে থাকে। মোট ৪২৭৩ কিমি পথ অতিক্রম করে এই ট্রেন যেখানে মোট ৫৫ টি স্টপেজে দাড়ায়। যাত্রা কালে এর মোট সময় লাগে ৮০ ঘন্টা ১৫ মিনিট।

গত বছর ২০১১ সালে এই ট্রেন চালু করা হয়েছে স্বামী বিবেকানন্দের ১৫০ তম জন্মশতবার্ষিকী উপলক্ষে। ট্রেনটি ট্রেনটি উত্তর থেকে দক্ষিণে তিনসুকিয়া, ডিমাপুর, গুয়াহাটি, বোঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কিষাণগঞ্জ, মালদা, রামপুরহাট, পাকুড়, দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, বালাসোর, কটক, ভুবনেশ্বর, খোরধা, ব্রহ্মপুর, শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, সামলকোট।

রাজামুন্দ্রি, ইলুরু, বিজয়ওয়াড়া, ওঙ্গোল, নেলোর, রেনিগুন্টা, ভেলোর, সালেম, ইরোড, কোয়েম্বাটোর, পালাক্কাদ, থ্রিসুর, আলুভা, এরনাকুলাম, কোট্টায়াম, চেঙ্গানুর, কোল্লাম, থিরুভানপুর এবং নওগাঁপুর এইসমস্ত স্টেশনে স্টপেজ দেয়।

কিন্তু যাত্রাকালে এই ট্রেনের পরিষেবা দারুন। তাই এর জনপ্রিয়তা বেড়েছে অনেকটাই। তাছাড়া দীর্ঘতম রুট ট্রেনযাত্রা এর মজাটাই আলাদা। ।