সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Fixed ডিপোজিটে কোন কোন ব্যাংক ৭ শতাংশ সুদ দিচ্ছে? আ’রো রয়েছে সুবিধা

আপনি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করছন?। তাহলে বেশ কিছু সরকারি ব্যাঙ্কে এফডিতে বিনিয়োগ করতে পারেন। এই সরকারি ব্যাঙ্কে এখন আপনি সর্বোচ্চ সুদ পাবেন।

এখনও বিনিয়োগের ক্ষেত্রে সরকারি ব্যাঙ্কে FD করা দেশের সবচেয়ে জনপ্রিয় ও সুরক্ষিত বিনিয়োগ হিসাবে ধরা হয়। এতে নির্দিষ্ট রিটার্নের সঙ্গে ঝুঁকি নেই বললেই চলে। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এফডিতে ৯০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে।

একইভাবে ব্যাঙ্ক অফ বরোদা, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কানারা ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হার সহ বিশেষ FD স্কিম শুরু করেছে৷ এইসব ব্যাঙ্কে বিনিয়োগকারীরা তাদের টাকা জমা দিতে পারেন। এতে টাকা জমা রেখে আপনি ৭ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবেন।

আরো পড়ুন: এয়ারপো’র্টে এ’সে মহা সমস্যায় পড়েছেন গ্রাম থে’কে আ’সা দম্পতি, সহযাত্রীর সা’হা’য্যে বসলেন বিমানে

এছাড়াও, প্রবীণ নাগরিকদের জন্য FD স্কিমে ৭.৫ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মে থেকে নভেম্বর পর্যন্ত প্রায় ৪ বার রেপো রেট ১.৯০ শতাংশ বাড়িয়েছে।এই কারণে এখন ঋণ নেওয়া ব্যয়বহুল হয়ে পড়েছে।

একই কারণে অবশ্য ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীরা সুবিধা পেয়েছেন। গত কয়েক মাসে বেশিরভাগ ব্যাঙ্কই FD-এর সুদের হার বাড়িয়েছে।