সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এয়ারপো’র্টে এ’সে মহা সমস্যায় পড়েছেন গ্রাম থে’কে আ’সা দম্পতি, সহযাত্রীর সা’হা’য্যে বসলেন বিমানে

উত্তরপ্রদেশের প্রৌঢ় দম্পতি গ্রাম থেকে বিমান বন্দরে এসে বিপাকে পড়েন। চলতি সপ্তাহের গত মঙ্গলবার এই ঘটনা ঘটে দিল্লি বিমান বন্দরে। এই দম্পতি ইংরেজি বুঝতে পারেন না এক বর্ণও। কোথায় যাবেন? কী ভাবেই বা বোর্ডিং পাস নেবেন? কিছুই বুঝে উঠতে পারছেন না।

এমন সময় এগিয়ে আসেন যুবক। ওই দম্পতির যাবতীয় দায়িত্ব তুলে নিলেন নিজের কাঁধে। রীতিমতো হাত ধরে নিয়ে গিয়ে বসালেন উড়ানের সিটে। নিজের গ্যাঁটের কড়ি খরচ করে খাওয়ালেন তাঁদের। যাত্রা পথে সম্পূর্ণ অপরিচিতর যুবকের থেকে এহেন পুত্র সুলভ ব্যবহার পেয়ে মুগ্ধ ওই দম্পতি। বারবার আর্শীবাদে ভরিয়ে দিলেন তাঁকে।

অন্যদিকে অসহায় ওই দম্পতির পাশে দাঁড়াতে পেরে খুশি সাহায্যকারী মানবিক যুবকও। নিজের সোশাল মিডিয়া পেজে গোটা ঘটনা তুলে ধরেছেন তিনি। সেখানে পোস্ট করেছেন ওই দম্পতির ছবিও। ইতিমধ্যেই সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

আরো পড়ুন: এই চন্দ্রগ্রহণে ভারত ও পাকিস্তানে কিছু একটা ঘ’ট’তে চলেছে! জানুন বিস্তারিত

অমিতাভ শাহ নামে ওই যুবক লেখেন, ওই দিন দিল্লি থেকে কানপুর যাচ্ছিলাম। হঠাৎই বিমান বন্দরে ওই দম্পতিকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে জানতে পারি উত্তরপ্রদেশে বাসিন্দা বর্ষীয়াণ ওই স্বামী-স্ত্রী তাঁর মেয়ের বাড়ি যাচ্ছেন।

ট্রেনের বুকিং না পাওয়ায় এবার উড়ানে যাবেন তাঁরা। কিন্তু ইংরেজি না জানার জন্য বিমান বন্দরে এসে কিছুই বুঝতে পারছিলেন না ওই দম্পতি। সব শুনে সঙ্গে সঙ্গে তাঁদের সাহায্য করব বলে মনস্থির করে ফেলি।