সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শাড়ির সা’থে ব্লাউজ হি’সে’বে মেহেন্দি ডিজাইন ট্যাটু, আপনাকে কি মা’না’বে?

শাড়িতেই নারী, আর নারীর কেশেতেই বেশ। এই কথা খুবই প্রচলিত। আর সব জায়গায় মানানসই একটি পোশাক হল শাড়ি। শুধু শাড়ি পরলেই তো হবে না তার সাথে দরকার একটি মানানসই ব্লাউজ। তবেই সম্পূর্ণ হয় সেই সাজ। আর এখন শাড়ির নকশার থেকে বেশি গুরুত্বপূর্ণ হল ডিজাইনার ব্লাউজ। বহু ক্ষেত্রে শাড়ির থেকে অনেক বেশি কদর পায় সুন্দর ব্লাউজ। আর বর্তমানে ট্রেন্ড হল মেহেন্দির ব্লাউজের।

সারা বিশ্বে এখন বেশ জনপ্রিয় এই মেহেন্দি ডিজাইন। মেহেন্দি ভারতীয় বিবাহে ব্যবহার করা হয়। এখন বাঙালি বিবাহতেও মেহেন্দির কদর বেড়েছে। কিন্তু সেই বিবাহেই মেহেন্দি শুধু সীমাবদ্ধ নয়, ভারতীয় বংশোদ্ভূত এক আমেরিকান ফ্যাশন মডেল তাঁর ডিজাইনার ব্লাউজের বদলে সুন্দর শাড়ির সঙ্গে ব্লাউজ হিসেবে মেহেন্দি ট্যাটু পরে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আপাতত সোশ্যাল মিডিয়ায় এই মডেলের মেহেন্দি ব্লাউজের ভিডিও চরম ভাইরাল হয়েছে।

মিসেস এশিয়া ইউএসএ ২০২২ মীনা গুপ্তা তাঁর ইন্সটাগ্রাম পেজে মেহেন্দি ডিজাইনের ব্লাউজের ভিডিও পোস্ট করেন। মার্কিন দেশে জনপ্রিয় ফেস পেইন্ট ও মেহেন্দি ট্যাটু শিল্পী সুজাতা জৈন এই সুন্দর ব্লাউজের ন্যায় নক্সাটি করেছেন বলে খবর। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, মিনু তাঁর মেহেন্দি ব্লাউজ এঁকেছেন, সঙ্গে পরেছেন সাদা রঙের চিকনকারি শাড়ি। খুব সামান্য গয়নাতেই নিজেকে সাজিয়ে তুলেছেন।

আর বলাই বাহুল্য, তাঁর ব্লাউজের ন্যায় মেহেন্দির নক্সাটি বেশি করে নজর কেড়েছে। তবে এই মেহেন্দি ব্লাউজের ধারণা গত বছর থেকেই ফ্যাশন ও স্টাইল জগতে ছড়িয়ে পড়ে। যদিও বেশিরভাগ মহিলাই এই স্টাইল গ্রহণ করতে সাহস পাননি। কিন্তু মিনুর ভিডিও ও ছবি নেট দুনিয়ায় ভাইরাল হতেই বহুজন এই স্টাইলের প্রতি অনুপ্রাণিত হয়েছেন।