সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’বে হবে রাষ্ট্রপতি নির্বাচন? ফলপ্রকাশ কতদিন প’রে?

অবশেষে ঘোষণা হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ। আগামী 24 শে জুলাই রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হতে চলেছে। তার আগেই নির্বাচন হতে চলেছে। নির্বাচনের জন্য 18 ই জুলাই দিনটিকে স্থির করা হয়েছে।

তিনদিন পর অর্থাৎ 21 শে জুলাই ভোট গণনা হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। তার জন্য এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে। আগামী 24 শে জুলাই রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দ তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।

তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 25 শে জুলাই এর মধ্যে নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। সব দিক বিচার বিবেচনা করে নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে 29 শে জুন পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া যাবে।

আরো পড়ুন: এটাও সম্ভব? প্রেম ভে’ঙে’ছে, পড়াশোনা করতে পারেনি, উত্তরপত্রে পাশ ক’রি’য়ে দেওয়ার আ’বে’দ’ন পড়ুয়ার

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন 2022 সালের রাষ্ট্রপতি নির্বাচনে 4809 জন ইলেক্টোরাল ভোট দেবেন। কোন রাজনৈতিক দল নিজেদের সদস্যকে ভোট দেওয়ার জন্য উইপ জারি করতে পারবে না।

এখনো পর্যন্ত অবশ্য কোনো দল রাষ্ট্রপতি হিসেবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। সংসদের 776 জন ভোট দিয়ে থাকেন। সেইসঙ্গে বিভিন্ন রাজ্যের বিধানসভা থেকে 4 হাজার 33 জন সদস্য ভোট দেন।

বিধানসভায় সদস্যদের মোট ভ্যালু 5 লক্ষ 43, 231। সাংসদদের ক্ষেত্রে মোট ভ্যালু 5 লক্ষ 43 হাজার 200। রাজ্যসভা, লোকসভা এবং বিধানসভায় মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দিতে পারবেন।