সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পায়ের গোড়ালি ফা’টা গভীরতম সমস্যার ল’ক্ষ’ণ! জেনে নিন

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে পা হল অন্যতম। পা আমাদের দেহের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ করে থাকে। নানাবিধ কারণে এই পা ফাটার সমস্যায় অনেকে ভোগেন। বিশেষত মহিলা দের মধ্যে এই সমস্যা প্রবল। এহেন পরিস্থিতিতে আমরা জুতা দিয়ে পা ঢাকার চেষ্টা করি ঠিক ই কিন্ত তা বিফলে যায়।

পা ফাটার সমস্যার সমাধান করতে চাইলে আগে কারন গুলি সম্পর্কে জানতে হবে। পা ফাটার একাধিক কারন গুলির মধ্যে উপস্থিত হল এক্সিমা নামক এক রোগ। সারাদেহে যে কোন স্থানে এই রোগ হতে পারে। এছাড়াও আমাদের খাদ্যাভ্যাসে ভিটামিন b ও c এর অভাব এবং ক্যালশিয়াম এর অভাবের ফলে পা ফেটে যেতে পারে।

তাই আমাদের উচিত ভিটামিন b ও c পরিপূর্ণ খাদ্য গ্রহণ করা। শুস্ক পরিবেশে পা ফাটার প্রবলতা বেশি দেখা যায়। এই সময় পা এর চামড়া শুকিয়ে যায় এবং ফেটে যায়। তাই এই সময়ে আমাদের উচিত বেশি পরিমাণে জল পান করা। রাস্তার ধূলিকণা এবং মাটির সংস্পর্শে পা ফেটে যায়।

আরো পড়ুন: ছোট পো’শা’কে রাখি, না’চ’তে গিয়ে বারবার উঁ’কি দি’চ্ছে! ভিডিও ভাইরাল

ডায়াবেটিস রোগীদের মধ্যে পা ফাটার প্রবনতা বেশি। গোড়ালি ফেটে যাওয়া অনেক সময় কষ্টকর হয়ে পড়ে, কখনো কখনো রক্তপাত ও হয়। তাই আমাদের উচিত প্রতিদিন নিয়মিত ভাবে পা পরিস্কার করা, লোশন ব্যবহার করা। তবে হ্যাঁ, সমস্যা জটিলতর হলে সেক্ষেত্রে চিকিৎসক এর পরামর্শ অবশ্যই নিতে হবে।