সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শীতের মরশুমে দেশি ম’দ আবগারি দপ্তরের, দা’ম শু’ন’লে হে’সে উঠবেন!

বেশ কিছুদিন আগেই বিলিতি মদের দাম কমা সংক্রান্ত খবর মিলছিল। এবার দেশি মদের বিক্রি বাড়ানোর জন্য মহুয়ার গন্ধযুক্ত চোলাই মদের বিক্রি বাড়ানোর দিকে নজর দিচ্ছে রাজ্য সরকার। এক বোতল এই মদের দাম 28 টাকা। রাজ্যে চোলাই মদের রমরমা কমাতে পাউচ প্যাকেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে এবার থেকে এক বোতল মদ মিলবে মাত্র 28 টাকায়।

রাজ্যের আবগারি দপ্তর সূত্রে এমনটাই জানানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ডিলারের কাছে এই মদ পৌছে গিয়েছে বলে জানা গেছে। 60 টাকা দামের মদের বোতল যারা কিনতে পারছেন না তাদের কাছে অত্যন্ত সস্তা হবে এই 70° মদ। 17.1 শতাংশ অ্যালকোহল থাকবে এতে। প্রায় অর্ধেকেরও কম দামে মিলবে এই দেশি মদের বোতল।

শীতে পাউচে মহুয়াগন্ধি দেশি মদ বিক্রির পরিকল্পনা করেছিল আবগারি দফতর। চোলাই মদের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও শেষমেষ রাজনৈতিক এবং সামাজিক চাপের মুখে পড়ে রাজ্য সরকার সেই সিদ্ধান্ত স্থগিত রাখে।