সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্যাস কানেকশন নিয়ে ব’ড়ো ঘো’ষ’ণা মোদি সরকারের, পাবেন ১৬০০ টা’কা আ’র্থি’ক স’হা’য়’তা

আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উজ্জ্বল যোজনা ২.০ শুরু করতে চলেছেন। মোদি সরকার আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে কিছুটা হলেও আর্থিক দিক থেকে আশ্বাস দিতে চাইছেন এবং তার জন্য পিছিয়ে পড়া পরিবারগুলিকে গ্যাস কানেকশন দেওয়ার সুযোগ সুবিধা দিতে চলেছেন তিনি।

আজকের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুবিধাভোগীদের সঙ্গে কথা বলবেন এবং এই যোজনাতে দেশের মহিলাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কানেকশন দেওয়ার কথা আলোচনা করা হবে। ২০১৬ সালে উজ্জ্বলা ১.০ লঞ্চ করা হয়েছিল দরিদ্রসীমার নিচে থাকা পরিবারদের এলপিজি কানেকশন করার কথা মাথায় রেখে। পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক মন্ত্রকের তরফ থেকে এই যোজনা চালানো হয়েছিল।

এই যোজনায় সুযোগ সুবিধা ভোগীদের বিনামূল্যে এলপিজি কানেকশনের পাশাপাশি প্রথম রিফিল এবং হট প্লেট বিনা শুল্কে দিয়ে দেওয়া হবে। এই যোজনায় রেজিস্ট্রেশনের জন্য আপনাকে নামমাত্র কিছু নথিপত্র জমা দিতে হবে।

বিপিএল পরিবারগুলিকে এলপিজি কানেকশনের জন্য ১৬০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ তবে সুবিধাভোগীদের গ্যাস ওভেন নিজেদের কিনতে হবে ৷ যোজনা অনুযায়ী, সুবিধাভোগীদের ১৪.২ কিলোগ্রামের এলপিজি সিলিন্ডার দেওয়া হবে ৷ এর জন্য প্রায় ৩২০০ টাকা লাগে ৷ এর মধ্যে ১৬০০ টাকা সাবসিডি মিলবে এবং ১৬০০ টাকা OMCs অ্যাডভান্স হিসেবে দেওয়া হবে ৷

এই যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার কানেকশন পাওয়ার জন্য মহিলাদের অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। এছাড়া তাদের থাকতে হবে ব্যাংক একাউন্ট এবং বিপিএল কার্ড।