Home দেশ পর্যটক ও ভক্তদের জন্য ক’বে খু’ল’বে পুরীর জগন্নাথ মন্দির? যা জা’না’লো কর্তৃপক্ষ

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পর্যটক ও ভক্তদের জন্য ক’বে খু’ল’বে পুরীর জগন্নাথ মন্দির? যা জা’না’লো কর্তৃপক্ষ

গত বছরের মতো এবারও রথের টান পড়বে না। পরপর দুই বছর রথ বন্ধ দেখে রীতিমতো মুষড়ে পড়েছেন ভক্তরা। পুরীর মন্দিরে মুখ্য প্রশাসক পরিষদ ডিস্ট্রিক কালেক্টর তথা পদাধিকার পদে রয়েছেন পুরী মন্দিরের মুখ্য প্রশাসক কিষান কুমার। সদ্য তিনি কথা বললেন পুরীর মন্দির খোলা নিয়ে। দীর্ঘদিন ধরেই পুরীর মন্দির বন্ধ রয়েছে। নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে তবে ঢোকা যায় পুরীর মন্দিরে। কিছু মাস যাবত একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল পুরীর মন্দিরের দরজা।

তবে উল্টোরথের পরে অর্থাৎ পঁচিশে জুলাই থেকে খুলে যেতে পারে পুরীর মন্দির। মন্দিরে প্রবেশ করার সময় ভক্তদের বেশ কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে। আপাতত উড়িষ্যায় ভিন রাজ্যের বাসিন্দাদের প্রবেশাধিকার মানবেন না জেলা প্রশাসকরা। তাই রথ যাত্রার সময় খোলা হবে না পুরীর মন্দির। সবকিছু ঠিকঠাক থাকলে উল্টোরথের পরে ভক্তদের জন্য মন্দির খোলা যেতে পারে।

মন্দির প্রশাসক মন্ডলী সূত্রের খবর পাওয়া গেছে, যাদের দুটি টিকা নেওয়া হয়ে গেছে, তাদের টি কার সার্টিফিকেট দেখে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতে পারে। বর্তমানে প্রতি মারি পরিস্থিতিতে ভক্তদের জন্য বন্ধ হয়ে গেছিল মন্দিরের দরজা। শুধুমাত্র মন্দিরের ভেতরে নিত্যপূজা চলছিল। এই বছর গত বছরের মতোই সমস্ত নিয়ম মেনে রথযাত্রা পালন করা হবে। শুধু তাই নয়, পুরি ছাড়া উড়িষ্যার আর কোথাও রথযাত্রা পালন করা হবে না।

ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা জানিয়েছেন, এবছরের জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা অনুষ্ঠান পালিত হবে। এই অনুষ্ঠানে কেবল মাত্র তারাই অংশগ্রহণ করতে পারবেন যাদের দুটি টিকা নেওয়া হয়ে গেছে। রথ যাত্রার সময় সম্পূর্ণ পুরি জুড়ে কারফিউ জারি করা থাকবে, যাতে বাইরের কোন ভক্ত পুরি তে প্রবেশ না করতে পারেন।