সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যারা ঠিকমতো ক’থা বলতে পারে না, অভিনয় করতে জা’নে না, তারাই আজকে লিড রো’লে: দেবযানী

বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দেবযানী চ্যাটার্জীকে চেনেন নিশ্চয়ই! তিনি অভিনয়ে বেশ দক্ষ। দীর্ঘ ১৮-১৯ বছর একটানা বাংলা টেলিভিশনে চুটিয়ে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে জি বাংলার ধারাবাহিক ‘যমুনা ঢাকি’-তে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। তবে শীঘ্রই এই ধারাবাহিক শেষ হয়ে যাবে।

গত দুই দশকে তাঁকে কখনও কাজ ছেড়ে বসে থাকতে হয়নি। এরপর কোন নতুন চরিত্র কোন নতুন ধারাবাহিক তাঁর জন্য অপেক্ষা করছে! এ প্রসঙ্গে অভিনেত্রী খোলাখুলি জানালেন।

অভিনয় জীবনের সাথে এত বছর যুক্ত থাকার পরেও তাঁর মনের মধ্যে এখনও রয়েছে একরাশ হতাশা। এতগুলো সিরিয়ালে ননস্টপ কাজ করে গেছেন, তবুও আজও মনের মতো চরিত্র তিনি পাননি। এমনকি টলিউড ইন্ডাস্ট্রিতে সেভাবে নিজেকে প্রমাণ করার সুযোগও পাননি।

আরো পড়ুন: কাতার বিশ্বকাপ দেখতে গেলেও ভুলেও এইসব কা’জ করবেন না, হতে পা’রে জে’ল

এদিকে আবার বাংলা মেগা ধারাবাহিকগুলি তাকে শাশুড়ির টাইপ কাস্টে বেছে নেয়। বিগত ১০ বছর ধরে একটানা শাশুড়ি-বৌমার টাইপ কাস্টে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত। তাই এখন এই একঘেয়েমি কাটাতে আর ধারাবাহিকে না ফিরে কয়েক মাসের বিরতি নিতে চাইছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Debjani Chatterjee (@debjani_majo)

তাই আপাতত ওটিটি এবং সিনেমার দিকেই লক্ষ্য রাখছেন। কারণ এখন ওয়েব সিরিজ এবং সিনেমাতে তাঁর মতো অনেক ভালো ভালো কাজ করছেন বলে মত তাঁর। তবে টলিউড ছেড়ে বলিউডের দিকে চেষ্টা করতে চান দেবযানী। তাঁর মতে এতগুলো বছর ধরে এত কাজ করেও তাঁর শিল্পীসত্তা তুষ্ট হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Debjani Chatterjee (@debjani_majo)

দেবযানী আরও বলেন, বর্তমানের মেগা সিরিয়ালগুলি সবই একই গল্প। গল্পের মধ্যেও কোনও বৈচিত্র্যই নেই। আর তার ফলেই কাজের প্রতি তার আকর্ষণ আর ইচ্ছে ধীরে ধীরে যেন কোথায় হারিয়ে গেছে।

 

View this post on Instagram

 

A post shared by Debjani Chatterjee (@debjani_majo)

এছাড়া ইন্ডাস্ট্রিতে এখন যারা কাজ করছেন তাদের প্রতি হতাশা উগড়ে দিয়ে তিনি বলেন, “যারা ঠিক করে কথা পর্যন্ত বলতে পারেন না, স্পষ্ট ভাবে উচ্চারণ করতে পারেন না, অভিনয়ের কিছুই জানেন না, কোনওদিন করেননি, তারাও লিড রোল পাচ্ছেন। আর যারা এত বছর ধরে অভিনয়ের সাথে যুক্ত, কাজটা জানেন, মন দিয়ে করেন, শুধু তারাই আজও পিছনে পড়ে থাকবেন!”