সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের কি চ’লে যা’চ্ছে গ’ন্ধ-স্বা’দ? XE ভ্যারিয়েন্ট-র ন’য়া উপসর্গ দে’খা দিলেই হয়ে যান স’ত’র্ক

ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে করোনার এই নয়া ভ্যারিয়েন্ট XE। তবে ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, Omicron-এর থেকে আলাদা উপসর্গ হতে পারে এই নয়া মিউট্যান্টের। গন্ধ এবং স্বাদের ক্ষতি হতে পারে এতে, যা ডেল্টা ভ্যারিয়েন্টের অন্যতম বৈশিষ্ট্য ছিল।

গুজরাতে শনিবারই মিলেছে XE ভ্যারিয়েন্টের সংক্রমণ। গুজরাতের ওই কোভিড XE ভ্যারিয়েন্ট নমুনার জিনোমিক বিশ্লেষণ এখনও চলছে এবং শীঘ্রই এর ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে, শনিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

এর আগে, মুম্বইয়ে একজন মহিলা, যিনি ফেব্রুয়ারির শেষদিকে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন তিনি XE ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন বলে জানা যায়।

আরো পড়ুন: OMG: ১০৭ বছর বয়সে দাঁত বে’র হ’চ্ছে বৃদ্ধের! ধু’ম’ধা’ম ক’রে অন্নপ্রাশন করলো পরিবারের লোকজন

তবে স্বাস্থ্য মন্ত্রক বিষয়টি নিশ্চিত করেনি। বুধবার সন্ধ্যায় মন্ত্রক জানিয়েছে, এটি XE ভ্যারিয়েন্টই কী না তার প্রমাণ মেলেনি। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে।

যেটিকে XE Variant বলা হচ্ছে তা INSACOG-এর জিনোমিক বিশেষজ্ঞরা বিশদভাবে বিশ্লেষণ করেছেন। এবং তাঁদের অনুমান এই ভ্যারিয়েন্টের জিনোমিক গঠনটি ‘XE’-এর জিনোমিক গঠনের সঙ্গে সম্পর্কিত নয়।

নতুন এই মিউট্যান্ট প্রথম ব্রিটিশ যুক্তরাজ্যে শনাক্ত হয়েছিল। এই ভ্যারিয়েন্টের সবচেয়ে সাধারণ লক্ষণ হল, এই ভাইরাসে আক্রান্তদের গন্ধ এবং স্বাদগ্রহণ ক্ষমতা চলে যায়।

ভারতে কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউ এনেছিল যে ডেল্টা ভ্যারিয়েন্ট, তার একটি সাধারণ লক্ষণ ছিল এটি। অন্যান্য উপসর্গগুলির মধ্যে আছে জ্বর, গলা ব্যথা, গলা চুলকানি, কাশি এবং সর্দি, ত্বকের জ্বালা এবং বিবর্ণতা, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণা ইত্যাদি।