সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ১০৭ বছর বয়সে দাঁত বে’র হ’চ্ছে বৃদ্ধের! ধু’ম’ধা’ম ক’রে অন্নপ্রাশন করলো পরিবারের লোকজন

ধুমধাম করে অন্নপ্রাশন হল সেঞ্চুরি পেরনো এক বৃদ্ধের।তার পরনে ছিল নতুন ধুতি-পাঞ্জাবি। মাথায় পরিয়ে দেওয়া হয়েছে টুপি। চেয়ারে বসিয়ে সামনে রাখা হয় পায়েস মাছ-মাংস-সহ নানারকম পদ।

প্রতিবেশী থেকে ছেলে মেয়ে নাতি-নাতনিরা অভিনব আয়োজনে কব্জি ডুবিয়ে খেলেন। শিশুর মতোই ১০৭ বছরের বৃদ্ধের মুখে তুলে দেওয়া হয় পায়েস। এমনই এলাহি অনুষ্ঠানের আয়োজন হয়েছে হাওড়ার উদয়নারায়নপুর বাসিন্দা তারাপদ হাজরার জন্য।

আসলে, এই ১০৭ বছর বয়সে তাঁর ফের দাঁত বের হচ্ছে। তাঁর তিনটি নতুন দাঁত বেরিয়েছে। ফোকলা গালের বৃদ্ধের ১০৭ বছর বয়সে ফের নতুন করে দাঁত গজানোর আনন্দেই পরিবারের লোকেরা তাঁর অন্নপ্রাশন করলেন।

আরো পড়ুন: সকালে কেঁ’পে উ’ঠ’লো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ

তারাপদবাবুর বাড়ি উদয়নারায়নপুরের সোনাতলা করাতিপাড়ায়। আজকের দিনেই তিনি ১০৭ বছরে পা দিলেন। তারাপদবাবুর এক ছেলে সুকুমার হাজরা। তাঁর আবার এক মেয়ে ও তিন ছেলে। তারাপদবাবুর স্ত্রী চানকী হাজরা বছর ছয়েক আগে মারা গিয়েছেন।

তারাপদবাবুর পুত্র সুকুমার বলেন, এই বয়সেও বাবার কোনও শারীরিক সমস্যা নেই। মায়ের মৃত্যুর পর বাবা কিছুটা ভেঙে পড়েছিলেন। তবে কিছুদিন পর তিনি স্বাভাবিক হন।