সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসমত উপজাতির মানুষেরা মা’থা কা’টা’র পর খুলি দিয়ে বালিশ বা’না’ন!

একটি জঙ্গল নিউগিনির ঘন জঙ্গল। জঙ্গলটিতে আধুনিকতার কোন ছোঁয়া নেই ওই অঞ্চলে বাস অআসমত উপজাতির। এই জাতির মানুষেরা শুধুমাত্র পশু শিকার করে না তারা শত্রুদের স্বীকার করে এবং তাদের মাংস খায়। এই উপজাতির মানুষেরা খুব নিশংসভাবে শত্রু পক্ষের ওপর হামলা চালায় এবং শত্রুদের হত্যা করে।

জানা যায় যে শত্রুকে প্রথমে খুন করা হয় তারপরে তার মাথা কেটে করা হয় উদরপূর্তি। এইরকম ভাবে হত্যা করার কার্যকারী তারা বীরত্ব বলে মনে করেন। সবথেকে বড় ব্যাপার হল এই শত্রুদের মাথা কেটে সেই মাথা খান এই জাতির মানুষেরা। মাথা কেটে সেই মাথার চামড়া ছাড়িয়ে আগুনের উপর বসিয়ে উড়িয়ে সেটাকে খায়।

এই জাতির মানুষ এরা মানুষের মাথাকে ফলের সমতুল্য ভাবেন। মাথা কেটে বাকি দেহ নিয়ে নানান রকম কারসাজি জ্বালাতে থাকে এই উপজাতির মানুষেরা। মাথা কাটার পর দেহটাকে নিজেদের উরুর উপর রেখে নানান রকমের প্রার্থনা করেন। এইরকম করলে সেই মৃত ব্যক্তির সমস্ত শরীরের ক্ষমতা তাদের মধ্যে চলে আসবে।

আরো পড়ুন: গো’টা শ্রাবণ মাস জু’ড়ে মহাদেবের কৃ’পা ব’জা’য় থাকবে এই রাশির জাতকদের উপর

মাথার খুলি গুলো অনেক সময় ব্যবহার করেন বাড়ির সাজ সজ্জাতেও। অনেক সময় মাথার খুলি গুলোকে বালিশ হিসাবেও ব্যবহার করে এছাড়া মৃতদেহের মেরুদন্ডের বিভিন্ন অংশ নিয়ে সে গুলোকে কানের দুল বানান তারা। এই উপজাতির সদস্যদের মধ্যে কোন সদস্য যদি মৃত্যু হয় তবে তারা সেই সদস্য মাথা কেটে সেই মাথা থেকে চোখ এবং ঘিলু বের করে নেন।

এই উপজাতির মধ্যে সেই সদস্যের কাটা মাথা থেকে ঘিলু এবং চোখ বের করে নেওয়ার পর নাকের ছিদ্র বন্ধ করে দেন যাতে কোনো আত্মা তার শরীরে যেন প্রবেশ করতে না পারে। তবে বর্তমানে এই উপজাতিদের মধ্যে এই নিয়মটি নেই, কারণ ১৯৮০ সালে এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে গেছে।