সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাকা পা’ঠা’তে গিয়ে আটকে গেলো? স’ম’স্যা’র সমাধান বা’ত’লে দিলো Google Pay

বর্তমানে আমরা নেট ব্যাঙ্কিং পরিষেবা রুপোর ভীষণভাবে নির্ভরশীল হয়ে পড়েছি। অনলাইনে মুহূর্তের মধ্যে হাজার হাজার টাকা আমরা পাঠিয়ে দিচ্ছি। বহু জায়গায় নেট ব্যাংকিং এর মাধ্যমে স্যালারি একাউন্টে ঢুকে যায়। এছাড়া অনলাইনে কোন কিছু অর্ডার করা, ইলেকট্রিক বিল মিটানো, রিচার্জ করা সবকিছুই আমরা করি নেট ব্যাংকিং এর মাধ্যমে। আমরা গুগোল পে, পেটিএম অথবা ফোন পের মত ডিজিটাল প্লাটফর্ম গুলিকে ব্যবহার করি সর্বদা। কিন্তু এত কিছুর পরেও মাঝে মাঝে দুর্বল ইন্টারনেট কানেকশনের জন্য আমাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। অনেক সময় অনলাইন পেমেন্ট আটকে যায় অথবা অনেকটা সময় লেগে যায়। কিন্তু এবার এমন সমস্যার সম্মুখীন হলে চিন্তা করার কোনো কারণ নেই।

সম্প্রতি গুগলের তরফ থেকে এমন কিছু টিপস দেয়া হয়েছে যা আপনাকে এই সমস্যার সমাধান করে দেবে। অনলাইন পেমেন্ট যদি আটকে যায় অথবা বেশি সময় নেয় তাহলে আপনি এই বিকল্প বেছে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক আপনি কি কি করতে পারেন।

একসাথে অনেক টাকা ট্রানজেকশন না করে অল্প অল্প পরিমাণে টাকা পাঠান।

হোমস্ক্রীনের রিসেন্ট কন্টাক্ট আইকন ব্যবহার না করে নিউ বাটন এ ক্লিক করুন এবং নতুন করে ফোন নাম্বার অ্যাড করুন।

যিনি টাকা নিচ্ছেন তার গুগোল অ্যাকাউন্টের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে কিনা দেখতে হবে।

খেয়াল রাখতে হবে ট্রানজেকশন লিমিট অতিক্রম হচ্ছে কিনা।

ট্রানজাকশন এর সময় ফোন গুলিকে যতটা সম্ভব কাছাকাছি নিয়ে আসুন।

দেখে নেবেন উপযুক্ত কানেকশন আছে কি-না।

পারলে ফোনের কভার খুলে রাখুন।

পেমেন্ট করার সময় সঠিক ইউপিআই পিন ব্যবহার করুন।

দেখে নিন আপনার ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে কিনা।

উপরোক্ত পদ্ধতিগুলি কাজ না করলে কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করুন।