সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের ছো’ট অটোকে বিলাসবহুল বাড়িতে পরিণত করলেন এই যুবক, বি’রা’ট অ’ফা’র দিলেন আনন্দ মহিন্দ্রা

একটা ছোট অটোকে বিলাস বহুল বাড়ি বানালেন ২১ বছরের ছেলে।ছোট অটোতে বিলাসবহুল বাড়ি।একটি অটো যার মধ্যে টিভি, মোবাইল চার্জার, এয়ার কন্ডিশনার, রান্নাঘর এবং বাথরুমের মত সুবিধা রয়েছে। অত্যাধুনিক এই অটোটি নির্মাণ করেছেন চেন্নাইয়ের এক স্থপতি অরুণ প্রভু। তিনি একটি অটো কে পরিবর্তন করে এমনভাবে ডিজাইন করেছেন যাতে এটি বাড়ি হিসেবে ব্যবহার করা যায়।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লোকেরা তার এই সৃষ্টিকে শেয়ার করেছে। তার ডিজাইনটি মাহেন্দ্র এন্ড মাহেন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা দ্বারা প্রশংসিত হয়েছে। অরুণ প্রভু পেশায় একজন আর্কিটেক ডিজাইনার।

chennai arun prabhu story

এমনকি স্থপতি অরুণ প্রভু কেবল অটোকে একটি বিলাসবহুল ঘরে রূপান্তরিত করেনি ;পাশাপাশি এমন ভাবে এটিকে ডিজাইন করেছে যাতে যথাযথ সৌর প্যানেল ছাদে লাগানো যায়। কিছু প্রয়োজনীয় ব্যাটারি অত্যাবশ্যকীয় প্রয়োজনে এটিতে রাখা হয়েছে।

Architect Arun Prabhu : 21 साल के इस लड़के ने ऑटो को बना दिया आलीशान घर, आनंद महिंद्रा ने दिया इतना बड़ा ऑफर 1

যেগুলোর সাহায্যে চার্জ করা যাবে এবং এসি, লাইট এবং টোসস্টার ইত্যাদি চালাতে ব্যবহৃত হবে। জলের প্রয়োজন মেটাতে বাড়িতে একটি জল সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। অরুণ প্রভু এই ডিজাইনের নাম দিয়েছে মোবাইল হোম যেটি তৈরি হয়েছে মাত্র 1 লাখ টাকায়। আনন্দ মাহিন্দ্রা তার পোস্টে জানিয়েছেন যে, অরুণের মোবাইল হোম মাত্র 1 লাখ টাকায় প্রস্তুত হয়েছে। এই বাড়িটি ভবিষ্যতের হিসেবে দেখা যেতে পারে, যা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়।