সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামী ৩৫৮ দিন পর্যন্ত শনির বক্রদৃষ্টি ব’জা’য় থা’ক’বে এই রাশির জাতক-জাতিকাদের উপর

জ্যোতিষ শাস্ত্রে অন্যান্য গ্রহ নক্ষত্রের পাশাপাশি বিশেষ স্থান দেওয়া হয়ে থাকে শনি গ্রহকে। এই গ্রহকে সবথেকে অশুভ বলে মনে করা হয়। এই গ্রহের প্রভাবে সকলেই অশনি সংকেত এর ভয়ে ভীত থাকে। আর এই শনি গ্রহ সম্প্রতি পরিবর্তন করবে রাশি। আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করে শুনি তাই স্বাভাবিকভাবেই এই পরিবর্তনকে প্রত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে করা হয়। চলতি বছরে দুবার আসে পরিবর্তন করবে শনি। এই রাশি পরিবর্তনের ফলে মোট আটটি রাশির শনির প্রভাব পড়তে পারে।

ঊনত্রিশে জুলাই শনি মকর রাশির যাত্রা শেষ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। শরীর রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধনু রাশির সাড়ে সাতি সমাপ্ত হয়ে যাবে। পাশাপাশি তুলা এবং মিথুন রাশির ওপর এই আরাইয়ের প্রভাব সরে যাবে। জুলাই মাসে আরো একবার রাশি পরিবর্তন করবে শনি, যার ফলে এই রাশি গুলির ওপরে ফের শনির সাড়েসাতি এবং আড়াই শুরু হয়ে যাবে।

চলুন দেখে নেওয়া যাক কাদের উপর শনির বক্রদৃষ্টি থাকবে। 29 শে এপ্রিল 2022 থেকে রাশি পরিবর্তন করায় মীন রাশির উপরে সাড়ে সাতি শুরু হয়ে যাবে। কর্কট ও বৃশ্চকিকে শুরু হবে শনিবার আড়াই। মিন কর্কট এবং বৃশ্চিক রাশির ওপর শনির দৃষ্টি পড়ায় মোট আটটি রাশির ওপর কর্মফলদাতা বক্রদৃষ্টি পড়বে।