সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দুই আমেরিকান রাশিয়ার ক্যাপসুলে ব’ন্দি অ’ব’স্থা’য় আছেন! কি হ’বে তাদের?

ইতিমধ্যেই গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত হামলা। এমতাবস্থায়, দুই আমেরিকান স্পেস ইঞ্জিনিয়ার মস্কোতে একটি ক্যাপসুলে বন্দি অবস্থায় রয়েছেন।

এমনকি, মনে করা হচ্ছে যে, বাইরে চলা ভয়াবহ যুদ্ধের ব্যাপারেও তাঁরা অবগত নন। ওই দুই বিজ্ঞানী নাসার পক্ষ থেকে ৮ মাসের একটি দীর্ঘ মহাকাশ পরীক্ষায় যুক্ত রয়েছেন।

এদিকে যুদ্ধের আবহে একদিকে যেখানে আমেরিকান নাগরিকরা যত তাড়াতাড়ি সম্ভব রাশিয়া ছাড়ার চেষ্টা করছেন, অন্যদিকে এই বিজ্ঞানীরা বিষয়টির গভীরতা সম্পর্কে কোনো কিছুই আঁচ করতে পারছেন না।

আরো পড়ুন: মিস ইউনিভার্স, বয়সের ভা’রে কেউই যোগাযোগ রা’খে’ন না! কাজহীন জী’ব’ন কা’টা’চ্ছে’ন সুস্মিতা সেন

আসলে, নাসা একটি পরীক্ষা করছে। যার নাম হল- SIRIUS 21। এর প্রধান উদ্দেশ্য হল মহাকাশচারীদের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হওয়া। এই পরীক্ষায় যুক্ত মোট ৬ জন বিজ্ঞানী একটি ক্যাপসুলের মধ্যে আটকে রয়েছেন।

এঁদের মধ্যে রয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ব্রাউন এবং অ্যাশলে কোয়ালস্কি। তবে, তাঁরা ছাড়াও তিনজন রুশ নাগরিক এবং আমিরশাহীর একজন নাগরিকও ক্যাপসুলে ওই পরীক্ষায় যুক্ত রয়েছেন।নাসার এই মিশনের অধীনে বিজ্ঞানীরা নভেম্বরে ক্যাপসুলে গিয়েছিলেন এবং তাঁরা জুলাই পর্যন্ত সেখানে থাকবেন।