সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিসের ছবি এটি? মাছ না গাধা? এই মুখেই লু’কি’য়ে আ’ছে আপনার উত্তর

আচ্ছা বলুনতো এই ছবিতে আপনি কী দেখছেন? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়েছে যা দেখে কেউ কেউ বলছেন এটি মাছের ছবি। কেউ বা বলছেন মৎস্যকন্যার। আজকাল বহু মানুষ এই চোখের ধাঁধাঁর খেলায় মেতেছেন।

কিন্তু আসল বিষয়টা কারোর চোখেই পড়ছে না। যদি ছবিটি দেখে আপনি আসল রহস্য ধরতে পারেন তাহলে বুঝবেন আপনার মধ্যে রয়েছে একটি বিশেষ গুণ। মানুষের মস্তিষ্কের দু’টি ভাগ আলাদা আলাদা ভাবে কাজ করে।

কারও মস্তিষ্কের বাঁদিকের অংশটি বেশি সক্রিয় হয়, কারও ক্ষেত্রে ডানদিকের অংশটি। মস্তিষ্কের দু’টি ভাগ দু’ধরনের কাজ করে। মস্তিষ্কের দুই ভাগের সক্রিয়তার ওপর মানুষের মানসিকতা নির্ভর করে অনেকটাই। মস্তিষ্কের দুটি আলাদা ভাগের সক্রিয়তার জন্যই বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ছবিটি দেখছেন।

আরো পড়ুন: কো’নো সীমান্তে নয়, সিনেমা হলের পর্দার সা’ম’নে লাগানো হলো কাঁ’টা’তারের বে’ড়া

যাঁদের মস্তিষ্কের ডানদিকের অংশ বেশি সক্রিয় তাঁরা এই ছবিটিতে মাছ দেখতে পাচ্ছেন। তাঁরা শিল্পকলা, সঙ্গীতের বিষয়ে বেশি আগ্রহী হওয়ার কারণে তাঁদের কল্পনা শক্তিও অনেক বেশি থাকে।

আর যাঁদের মস্তিষ্কের বাঁদিক বেশি সক্রিয় তাঁরা এই ছবিটিতে মৎসকন্যা দেখতে পাবেন কারণ তাঁরা বেশি বিশ্লেষণধর্মী, অর্থাৎ অঙ্ক, বিজ্ঞান, ভাষা, যুক্তিবিদ্যার প্রতি তাঁদের আগ্রহ বেশি।

আরো পড়ুন: সূর্যের ভিতরটা ঠি’ক কেমন? দেখুন সবথেকে হাই রেজোলিউশন ছ’বি

আর যাঁদের কল্পনাশক্তি সবচেয়ে বেশি তাঁরা এই ছবিতে সিলমাছ, এমনকি গাধার মাথাও দেখতে পেয়েছেন। তাহলে আপনার কল্পনাশক্তি ঠিক কতটা বুঝতে পারছেন তো! নিজেকে যাচাই করে নেওয়ার এটি সহজ এবং মজার একটি উপায়।