সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনার প্রিয় রং ধ’রি’য়ে দে’বে কেমন মানসিকতার মানুষ আপনি! দেখে নিন চটজলদি

রঙের প্রতি আকর্ষণ থেকেই কোনো মানুষের পছন্দ কিংবা অপছন্দের কথা বোঝা যায়। রঙের প্রতি আকর্ষনবোধ থেকে মানুষের মনস্তত্ত্বের পরিমাপ করা যায়।

কোনো মানুষের কোন রং পছন্দ তা জেনে নিয়ে আপনি সহজেই মানুষটির সম্পর্কে জেনে নিতে পারবেন। লাল রং যাদের পছন্দ তারা বেশিরভাগ ক্ষেত্রে বহির্মুখী, আশাবাদী, উদ্যোগী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন।

এরা শক্তি এবং ইতিবাচকতার দিক থেকে অন্যদের থেকে এগিয়ে থাকেন। যাদের নীল রং পছন্দ তারা গভীর চিন্তাবিদ এবং বিশ্লেষণাত্মক মনোভাবের হয়ে থাকেন। এরা তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পছন্দ করেন না। সত্যের অপলাপ পছন্দ করেন না।

এদের সামনে কোনো কিছু উপস্থাপন করার আগে অবশ্যই সবকিছু সবিস্তারে জানানো প্রয়োজন। যাদের সবুজ রং পছন্দ তারা শান্ত এবং ধৈর্যশীল হয়ে থাকেন। এরা অফিস কিংবা সমাজের কাজে সেরা হয়ে থাকেন।

আরো পড়ুন: মা উড়ালপুল আগামী ১৯ দিন আং’শি’ক ব’ন্ধ থাকবে, জেনে নিন বি’শ’দে

যাদের পছন্দের রং হলুদ তারা সকলের সঙ্গে আড্ডা দিতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করেন। এরকম মিশুকে এবং কল্পনাপ্রবণ হন। এরা আশাবাদী উৎসাহী হয়ে থাকেন। এরা অন্যের মতামতকে গুরুত্ব দিতে পছন্দ করেন।

খুব দ্রুত চিন্তা করতে পারেন এবং মতামত এবং কল্পনা কখনও দমন করতে পছন্দ করেন না। যারা সাদা রং পছন্দ করেন তারা শান্ত এবং নির্মল স্বভাবের হয়ে থাকেন। এরা শান্ত, ভারসাম্যপূর্ণ, নির্ভীক, আশাবাদী, স্বাধীন এবং দৃঢ়, দূরদর্শী মানুষ হয়ে থাকেন।

কালো রং যাদের পছন্দ তারা প্রতিপত্তি এবং ক্ষমতার পেছনে ছোটেন না। শিল্পের দিকে এদের ঝোঁক থাকে বেশি। এরা সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন। এরা অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রাখেন। এরা নিজেদের দুর্বলতা অন্যদের কাছে প্রকাশ করেন না।