সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দে’খু’ন নি’মে’ষে’ই কি’ভা’বে পু’র’নো গাড়ি’গুলি ভে’ঙে ছো’ট ছো’ট অংশে পরিণত হ’চ্ছে! ভা’ই’রা’ল ভিডিও

দেখুন নিমেষেই কিভাবে পুরনো গাড়িগুলি ভেঙে ছোট ছোট অংশে পরিণত হচ্ছে! ভাইরাল ভিডিও

আজ আপনাদেরকে এমন একটা ঘটনার ভিডিও দেখাতে চলেছি যার কারণে বুঝতে পারবেন টেকনোলজির কি পরিমাণ উন্নতি ঘটেছে। তার সাথে তাল মিলিয়ে চলার জন্য মানুষও হয়ে উঠেছে উন্নত। তাদের চিন্তা শক্তির আরও বিকাশ ঘটেছে। এখন প্রতিদিন এমন সব জিনিস আমরা দেখে থাকি যাতে অবাক না হয়ে সত্যিই পারা যায় না। আর সেই সব অবাক করা কান্ড বা ঘটনা আমাদের চোখের সামনে এনে হাজির করে সোশ্যাল মিডিয়া। আবার কোনো কোনো ঘটনা এতটাই অস্বাভাবিক হয় যে তাতে শুধু অবাকই হই না সেই সব ঘটনা রীতিমতো হতভম্ব করে তোলে। আজকের এই ঘটনা টি আপনাদেরকে অবাক তো করবেই সেই সঙ্গে ঘটনাটি দেখে আপনারা হতভম্ব হয়ে যেতে পারেন। ভিডিও টি দেখে আপনি হয়তো ভাববেন যে আমরা সত্যি কতটা এগিয়ে গিয়েছি।

কোনো পছন্দের জিনিস যখন কিনে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি তখন সত্যিই ভীষণ খুশি হই। সেরকমই যখন পছন্দের কোনো গাড়ি আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি তখন মনের মধ্যে আনন্দের সীমা থাকে না । প্রথম প্রথম তাকে নিয়ে বেশ হুল্লোড় হয়। কিন্তু সময়ের সাথে সাথে তার প্রতি কদর কমতে থাকে। জিনিসটা যত পুরানো হতে থাকে ততই তার প্রতি টানও কমতে থাকে। তবে সবক্ষেত্রেই যে এমন হয় তা কিন্তু নয়। এমন অনেক মানুষ আছেন যাদের পুরানো জিনিসের প্রতি একটা ভালো লাগা, একটা মায়া জড়িয়ে যায়। চট করে সেটিকে ফেলে দিতে পারে না বা সেই পুরানো জিনিস বিক্রি করে নতুন জিনিসকে সহজে আঁকড়ে ধরতে পারে না। তবে বেশিরভাগ মানুষই জিনিস পুরানো হওয়ার সাথে সাথে তাকে বাতিলের খাতায় ফেলে দেন। পুরানো জিনিস যখন কোনো কাজে আসে তখন সেটা জঞ্জালে পরিণত হয়ে যায়। অর্থাৎ যে জিনিসটা আগে অনুভূতির একমাত্র কারণ ছিল, যে জিনিসটার আগে কাছের মানুষের কাছে দাম ছিল সময়ের ব্যবধানে সেই জিনিসটাই এখন আশ্চর্যজনক ভাবে জঞ্জালে পরিণত হয়েছে।

যে ভিডিওটি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি সেটি আধুনিকতার প্রমাণ দেয়। সম্প্রতি একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়েছে। ভিডিওটি ভাইরাল হয়েছে ব্যাপকমাত্রায় এবং সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটা বড় কন্টেনারের মধ্যে অনবরত লোহার চাকা ঘুরছে এবং সেই চাকা ব্যবহার করে পুরানো ভাঙাচোরা গাড়িগুলিকে আরো ভেঙেচুরে ছোট ছোট অংশে তৈরি করা হচ্ছে। ভিডিওটির মাধ্যমে স্পষ্ট দেখানো হয়েছে যে এই মেশিনটি কিভাবে গাড়িগুলিকে ভেঙে চুরে ছোট ছোট অংশে পরিণত করছে।

জীবনের পরিক্রমাই হল বিশ্বের নিয়ম। এর বাইরে কেউ বের হতে পারবে না। তাই নিজের কোনো বিশেষ গুণ নিয়ে কখনও অহংকার বা গর্ব করবেন না। আজ যে জিনিস আপনার কাছে ভরপুর আছে কাল তা নাও থাকতে পারে। এই পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী নয়।