সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যেভাবে ইলিশ শি’কা’র ক’রা হয়! দেখুন বাঙালির স্বা’দে’র ইলিশ মা’ছ শি’কা’রে’র রো’মা’ঞ্চ’ক’র ভিডিও

ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে? এই বর্ষার সময়টা তো ইলিশ মাছেরই সময়। এই সময় বাঙালির পাতে মাছের রাজার আগমন হবে না, তা কি কখনো হতে পারে? পদ্মা, মেঘনা, গঙ্গায় এই সময়ে সুস্বাদু ইলিশ ওঠে। জেলেরা মাছ ধরার জন্য উদগ্রীব থাকেন। ইলিশ মাছ আবার জল থেকে ডাঙ্গায় তুলে আনার সঙ্গে সঙ্গেই মরে যায়। যার ফলে বাজারে যে ইলিশ মাছ আসে তা বরাবর মৃত অবস্থায় দেখতে পাই আমরা।

কিন্তু ইলিশ মাছ যদি জীবন্ত অবস্থায় দেখতে চান তাহলে আপনাকে জেলেদের সঙ্গেই যেতে হবে। নতুবা জীবন্ত ইলিশ মাছ দেখার সৌভাগ্য হয় না কারোর। তবে যদি বাড়িতে বসেই একেবারে জল জ্যান্ত ইলিশ মাছ দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিন। জেলেরা যখন নদী থেকে মাছ ধরেন, সেই সময়কালীন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে।

একজন জেলে যখন মাছ ধরছিলেন তখন সেই সময়কালীন একটি ভিডিও তুলে তিনি ইন্টারনেটে ছড়িয়ে দেন। এই ভিডিওটি ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল সেই ভিডিওটি দেখে নিন এই প্রতিবেদন মারফত।