Home লাইফস্টাইল মাথায় বি’রা’ট বড়ো শিং, হাসপাতালে যে’তে হ’লো বৃদ্ধকে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাথায় বি’রা’ট বড়ো শিং, হাসপাতালে যে’তে হ’লো বৃদ্ধকে

৪ইঞ্চি মাথায় একটি শিং , একেবারে অস্বস্তিকর তার সাথে সামাজিক হেনস্থা তো আছেই। বুড়ো বয়সে এসে এই ধরনের পরিস্থিতির শিকার কেউই হতে চায় না, তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচারে মিলল মুক্তি। মধ্যপ্রদেশের রহলি গ্রামের বাসিন্দা শ্যামলাল যাদব, এই মধ্য প্রদেশের বাসিন্দার গত 5 বছর আগে, মাথা ফেটে গিয়েছিল।

৪ইঞ্চি মাথায় একটি শিং , একেবারে অস্বস্তিকর তার সাথে সামাজিক হেনস্থা তো আছেই। বুড়ো বয়সে এসে এই ধরনের পরিস্থিতির শিকার কেউই হতে চায় না, তাই শেষ পর্যন্ত অস্ত্রোপচারে মিলল মুক্তি। মধ্যপ্রদেশের রহলি গ্রামের বাসিন্দা শ্যামলাল যাদব, এই মধ্য প্রদেশের বাসিন্দার গত 5 বছর আগে, মাথা ফেটে গিয়েছিল।

আর সেই ফাটা জায়গা থেকেই গজিয়েছে শিং। শুনে কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতই একটি ঘটনা। প্রথম দিকে অতটা আগায় লাগাতেন না তিনি। নাপিতের কাছে গিয়ে খুড়ের মাধ্যমে চেছে নিতেন সেটা, কিন্তু তারপরেই এক ভয়ানক কান্ড।

বাড়াবাড়ি আকার ধারণ করে শিং। আর ঠিক তারপরেই কোন উপায় না পেয়ে, চিকিৎসকের কাছে যেতে বাধ্য হয় সেই বৃদ্ধ। এই নিয়ে কী জানিয়েছেন চিকিৎসকরা? চিকিৎসকেরা বলেছেন এটি আসলে একটি টিউমার।

যাকে বলা হয় ডেভিল হর্ন। চুল ও নখ গঠনকারী কেরাটিন এর মাত্রাতিরিক্ত ক্ষরণের ফলে তৈরি হয় এই ডেভিল হর্ন। শুধু মাথা নয় দেহের যে কোনো অংশে গজিয়ে উঠতে পারে এই শিং। অস্ত্রোপাচারের পরে সেই বৃদ্ধ এখন অনেকটাই সুস্থ।

আরো পড়ুন: ভু’য়ো E-Wallet-এ Account খুলতে OTP কি’নে নি’চ্ছে জা’লি’য়া’ত’রা, সাবধানে থাকুন

কারণ খুব অল্প সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। তবে এই টিউমার আবার ফিরে আসতে পারে তার দেহে, এমনটা জানিয়েছেন চিকিৎসকেরা। এর থেকে মুক্তি পাওয়ার জন্য রেডিয়েশন থেরাপির সাহায্য নিতে হতে পারে।