সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধূ’ম’পা’নে’র পর সি’গা’রে’টে’র টু’ক’রো রাস্তায় ফেললে ৫৫ হাজার টা’কা জ’রি’মা’না! নি’র্দে’শ কোর্টের

রাস্তায় দাঁড়িয়ে যেখানে খুশিসুখটান দেওয়া যাবে না, সেটার নিয়ম তো আগেই রয়েছে। কিন্তু ইংল্যান্ডের এক ব্যাক্তি সেই নিয়ম না মেনেই উল্টে সিগারেট খেয়ে সিগারেটের টুকরো রাস্তায় ফেলে নিয়ম রক্ষকদের সামনে দিয়েই হেটে চলে যায় সে। আর তারপরেই সেই ব্যাক্তিকে দারুণ সমস্যার মধ্যে পরতে হয়।

অগস্টের এই ঘটনার জন্য তাকে বড়সর শাস্তির মুখোমুখি হতে হয়। ৫৫০০০ টাকার বেশী জরিমানা করা হয় তাকে। ব্রিটেনের একটি সংবাদ মাধ্যমের দ্বারা জানানো হয়, থর্নবেরি হাই স্ট্রিটে দাঁড়িয়ে সেই ব্যাক্তি ধূমপান করছিলেন, ইংল্যান্ডের রাস্তায় জনসম্মুখে দাঁড়িয়ে ধূমপান করলে জরিমানা ১৫০০০ টাকা করা হয়।

কিন্তু সেই ব্যাক্তির তাতে কোনো হেলদোল নেই। বরং সবার সামনে সিগারেট খেয়ে রাস্তায় সিগারেট ছুড়ে ফেলে দেয় সে। আর তার এই কর্মকান্ড দেখে জরিমানা করা হয় ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। সাউথ গ্লস্টারশায়ার কাউন্সিল কর্তৃপক্ষ এই ব্যবস্থা গ্রহণ করে, তারা আদালতে গিয়ে সেই ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

আরো খবর: সুশান্ত মা’রা যাওয়ার ৩ বছর পর মৃ’ত্যু হলো প্রিয় পো’ষ্য ফাজ-র

আদালতে গিয়ে তারা জানায়, আসলে মানুষ সিগারেটের টুকরো ফেলে রাস্তা নোংরা করে, এর জন্যই নিয়ম তৈরী করা হয়েছে ও সাথে জরিমানার। কিন্তু সেই ব্যাক্তি সমস্ত কিছুকে অগ্রাহ্য করে নিয়ম লঙ্ঘন করেছে।

আর সেই কারণেই সেই ব্যাক্তি পরবর্তীতে দোষী সাব্যস্থ হয় ও সম্প্রতি ব্রিস্টলের ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশ, নিয়মাফিক জরিমানা ছাড়াও ‘ভিক্টিম সারচার্জ’ দিতে হয় তাকে পরিমানটা হল ৫৫০০০ টাকার বেশী।