সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা উড়ালপুল আগামী ১৯ দিন আং’শি’ক ব’ন্ধ থাকবে, জেনে নিন বি’শ’দে

মা উড়ালপুলে সাধারণের যাতায়াতে জারি হল নিষেধাজ্ঞা। সোমবার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই উড়ালপুল। তবে দিনের বেলা স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করবে।

শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে দ্রুত পৌঁছনোয় বাধা যানজট। অনেক সময়ই পথচলতিদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে অনেক বেশি সময় লাগে। তবে মা উড়ালপুল; তা কিছুটা হলেও সহজ করে দিয়েছে।

এই ফ্লাইওভারটি ইএম বাইপাসকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের সঙ্গে যুক্ত করে। প্রায় সাড়ে ৭ কিলোমিটার লম্বা ফ্লাইওভারের জন্য অতি দ্রুত গন্তব্যে পৌঁছতে পারেন ব্যবহারকারীরা। এবার রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুল।

আরো পড়ুন: বাথরুমের দরজা খুলতেই দেখলেন বিষধর কিং কোবরা টয়লেট পেপার জ’ড়ি’য়ে বসে আ’ছে!

সোমবার থেকে আগামী ১৯ দিন উড়ালপুল বন্ধ থাকবে। সংস্কারের কাজের জন্য আংশিকভাবে বন্ধ থাকবে এই গুরুত্বপূর্ণ উড়ালপুল। এই সময়ে মা উড়ালপুল ব্যবহারকারীরা ভুল করে যাতে চলে না আসেন, সে কারণে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ বোর্ড লাগাতে হবে। রাতে কাজের জন্য উড়ালপুল বন্ধ থাকলেও সকালে যাতে যানচলাচলে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর রাখতে হবে।