সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দিল্লি-মুম্বইয়ের Apple স্টো’রে’র কর্মচারীদের বেতন ক’তো? শুনলে মা’থা ঘু’রে যাবে

অ্যাপল হল একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। এটি ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার, এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে। কোম্পানিটির সবথেকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে আইফোন স্মার্টফোন, আইপ্যাড ট্যাবলেট কম্পিউটার, ম্যাক ব্যক্তিগত কম্পিউটার, আইপড বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, অ্যাপল ওয়াচ স্মার্টওয়াচ, ও অ্যাপল টিভি ডিজিটাল মিডিয়া প্লেয়ার ইত্যাদি।

বর্তমানে বিশ্ব বাজারে অ্যাপল পণ্যের চাহিদা বিপুল। ভারতও এর ব্যাতিক্রম নয়। ভারতে অ্যাপল পণ্যের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই সম্প্রতি কোম্পানিটি মুম্বই এবং দিল্লিতে তাদের বিলাসবহুল স্টোর খুলেছে।

অ্যাপলের বর্তমান সিইও টিম কুক সম্প্রতি ভারতে আসেন এবং অ্যাপল স্টোর উদ্বোধন করেন। এই দুটি স্টোরে প্রায় ১৭০ জনের মতো কর্মচারী রয়েছে।এদের শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবাক করবেই।

আরো খবর: চীনের আগ্রাসনের প্র’তি’বা’দে একমাস ব্যা’পী পদযাত্রা ভারতের বসবাসকারী তিব্বতিদের

এদের এমবিএ, এমটেক, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক, রোবোটিক্সের মতো ডিগ্রি রয়েছে। আরও অবাক করা ঘটনা হল এইসব কর্মচারীদের বেতন প্রতি মাসে প্রায় এক লাখ টাকা।

মুম্বাইয়ের অ্যাপল স্টোরের কর্মচারিরা ২৫টিরও বেশি ভাষা বোঝেন এবং কথা বলতে পারেন। অন্যদিকে দিল্লির কর্মীরা ১৫টি ভিন্ন ভাষা জানেন।