সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রিকেটার সৌরভের জ’ন্য প’র্দা’র সৌরভের পড়াশোনা ব’ন্ধ হতে বসেছিল, জানুন কা’র’ণ

বাংলা ওয়েব সিরিজের একটি অনন্য মুখ হলো অভিনেতা সৌরভ। এখনো পর্যন্ত যে সমস্ত চরিত্রে তিনি অভিনয় করেছেন, প্রত্যেকটা চরিত্রকে অন্য লেভেলে পৌঁছে দিয়েছেন তিনি। এককথায় সৌরভ বর্তমান প্রজন্মের কাছে একজন আইকন। সম্প্রতি দাদাগিরি অনুষ্ঠানে এসে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বললেন নিজের ছোটবেলার কথা। জানালেন, সৌরভ গঙ্গোপাধ্যায়েরর জন্য কিভাবে তার পড়াশোনা বন্ধ হতে বসেছিল।

বেশ কিছুদিন আগে অভিনেতা সৌরভ দাদাগিরিতে এসে দাদাকে বললেন তার মনের কথা। তখন সৌরভ দাস সাউথ পয়েন্ট স্কুলে পড়াশোনা করতেন। অন্য প্রত্যেক দিনের মতো তিনি একদিন স্কুল বাসে করে যাচ্ছিলেন স্কুলের দিকে। হঠাৎ তিনি লক্ষ্য করেন, বাসের পেছনে বসে থাকা কিছু ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায়েরর একটি বিজ্ঞাপন নিয়ে হাসিঠাট্টা করছে।

স্বাভাবিকভাবেই সেই ছেলেগুলি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত ছিল না, ছিল শচীন টেন্ডুলকারের ভক্ত। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে হাসিঠাট্টা করতে তাদের বেশ ভালই লাগছিল। কিন্তু এদিকে সৌরভ দাস যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অন্ধ ভক্ত, তাই এমন দৃশ্য দেখে চুপ করে থাকতে পারেনি সে। মন থেকে মেনে নিতে পারেনি, নিজের প্রিয় খেলোয়াড়কে দেখে হাসি ঠাট্টা করুক অন্য কেউ।রাগ সামলাতে না পেরে বাসে যেতে যেতে হঠাৎ করে এক ছাত্রকে ঘুসি মেরে দিয়েছিলেন তিনি।

হই হট্টগোল দেখে স্কুলের শিক্ষকের তাদের আটকাতে আসেন। তবে এতটাই রেগে ছিলেন সৌরভ, রাগের মাথায় স্কুলশিক্ষককেও ধাক্কা মেরে দিয়েছিলেন তিনি। অবশেষে সৌরভের বাবাকে ডেকে পাঠানো হয় এবং সমস্ত কার্যকলাপ জানানো হয় তাকে। ছেলেরা এই সমস্ত কাণ্ডকারখানা শুনে সৌরভের বাবা তাকে নির্দেশ দেন তিনি যেন সৌরভ গঙ্গোপাধ্যায় কে চিরদিনের জন্য ভুলে যান। যদিও এই সমস্ত কিছুই বাস্তবে ঘটে নি, তবে ওই ঘটনার পর থেকে তাদের প্রতি ভালোবাসা আরো বেশি বেরে গিয়েছিল সৌরভের।