Home ডুয়ার্স পড়ছে বরফ, কুয়াশার চা’দ’রে ঢা’কা পাহাড়ি এ’লা’কা! ঠান্ডায় অ’স্থি’র দার্জিলিং ও উত্তরবঙ্গের...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পড়ছে বরফ, কুয়াশার চা’দ’রে ঢা’কা পাহাড়ি এ’লা’কা! ঠান্ডায় অ’স্থি’র দার্জিলিং ও উত্তরবঙ্গের একাধিক জেলা

আবহাওয়া দপ্তরের কথা মতোই তাপমাত্রার পারদ কমছে রাজ্যে, আর সেই সূত্র ধরেই শীতের দাপট বৃদ্ধি পাচ্ছে সর্বত্র। উত্তরবঙ্গের কথা যদি বলা যায়, তাহলে পাহাড় থেকে সমতল সর্বত্র রোদের দেখা নেই আজ শুক্রবার। গতকাল বৃহস্পতিবার তুষারপাত হয়েছে অনেক জায়গায়। আর সেই সূত্র ধরেই আজ শুক্রবার কুয়াশাচ্ছন্ন পাহাড়, হাড়হিম করা ঠান্ডা সর্বত্র। কুয়াশার চাদরে ঢেকে গেছে পাহাড় থেকে সমতল, যার কারনেই আজ তেমনভাবে রোদের দেখা মিলছে না কোনো জায়গাতেই।

আজ দার্জিলিং এর তাপমাত্রা 2° কাছাকাছি। এখানেই শেষ নয় কালিম্পং ও কার্শিয়াং এ বিরাজ করছে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা। যার জেরে এই শিলিগুড়ির মত সমতল এলাকাতেও তাপমাত্রা আজ অনেকটাই নিচের দিকে।

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ নেমেছে অনেকটা। পাহাড়ি অঞ্চলের আশেপাশের এলাকায় হাড় হিম করা কনকনে ঠান্ডা। যে কারনেই দক্ষিণবঙ্গ বাসীদের চেয়ে উত্তরবঙ্গ বাসিরা শীত উপভোগ করতে পারে বেশি। এই বছর দার্জিলিঙে তুষারপাত যা বাঙালির মনে রোমাঞ্চ সৃষ্টি করার জন্য দায়ী, আগামী কয়েকদিনের মধ্যে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। শীতের এই দ্বিতীয় ইনিংস যা মানুষ উপভোগ করছে চরমভাবে।