সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর প্রতিদিনের হাত খরচ ক’তো? RTI-এ মিললো ত’থ্য

সম্প্রতি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বিশ্বের বড় বড় রাষ্ট্র্রপ্রধানদের থেকেও গোটা বিশ্বের নরেন্দ্র মোদীর সম্মন্ধে জানার বেশি আগ্রহ বলে জানা যাচ্ছে। অনেকের মনেই নানা প্রশ্ন সারাদিন কি করেন সকলের প্রিয় নরেন্দ্র মোদী। কেমনভাবে কাটে তার প্রতিটা দিন? কি খান তিনি? কতক্ষন ডিউটি করেন? তার হাত খরচা কত? কোন খাবার তার প্রিয় এরকম অনেক প্রশ্নই আসে বিভিন্ন মাধ্যমে।

আরটিআই করে একবার এক মামলাকারী এমনই প্রশ্ন করেছিলেন। জানতে চাওয়া হয়েছিল সারাদিন খাওয়ার পিছনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খরচ কেমন? সেই খরচের টাকা কে দেয়? কেন্দ্রের তরফ থেকে জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাওয়া নিয়ে সরকারের এক টাকাও খরচা হয় না। মোদীজি সারাদিনে খাওয়ার পিছনে যা খরচ হয়। সেই বিল তিনি নিজেই দেন। কোনো টাকাই সরকারের কাছ থেকে খাওয়ার জন্য নেন না তিনি।

মোদীজি নাকি গুজরাটি খাবার খেয়েই বেশি পছন্দ করেন। তবে তাঁর নিজের বাড়ির পরিচারক বদ্রী মীনার হাতের খাবারই বেশি খেতে পছন্দ করেন। তিনি সাধারণত খান বাজরার রুটি আর খিচুড়ি। এছাড়াও আরটিআই করে অনেকেই প্রশ্ন করেন প্রধানমন্ত্রী কতদিন ছুটি নিয়েছেন এখনও অব্দি? আর এই প্রশ্নের উত্তরে যা উত্তর আসে তাতে সকলেই বিস্মিত।

আরো পড়ুন: পুজো স্পেশাল ট্রেনের ঘো’ষ’ণা পূর্ব রেলের, কবে-কখন ও কোথা থেকে ছা’ড়’বে জেনে নিন

কেন্দ্র সূত্রে খবর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নাকি এক দিনের জন্যও ছুটি নেননি তিনি। সব কটা দিন তিনি কাজ করেছেন। আর এই কথা তিনি নিজেও বেশ কয়েকবার জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকার দিতে গিয়ে। মোদিজী কতক্ষন কাজ করেন?

মোদিজী কতক্ষন কাজ করেন দিনে জানতে চাইলে আরটিআই সূত্রে খবর তিনি দিনের নাকি ২৪ ঘণ্টাই কাজ করেন। ২০১৫ সাল থেকেই দিনে ২৪ ঘণ্টায় অনডিউটি নরেন্দ্র মোদী এমনটাই আধিকারিকরা জানিয়েছেন। ফলে এই তাঁর সম্পর্কে জানার পর তাঁর প্রতি সকলের আগ্রহ আরো বাড়ছে বলে মনে করা হয়।