সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজো স্পেশাল ট্রেনের ঘো’ষ’ণা পূর্ব রেলের, কবে-কখন ও কোথা থেকে ছা’ড়’বে জেনে নিন

পুজোর মরশুম এলো বলে, ঢাকে কাঠি পড়ল বলে। আকাশে হয়তো এখনই দেখা যাচ্ছে না পেজা তুলোর মেঘ। কিন্তু পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশে, ঠিক সেই সময়েই পূর্ব রেলের তরফ থেকে পুজো স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হল প্রতিবারের ন্যায় এবারও।

২ জোড়া পুজো স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হলো পূর্ব রেলের তরফ থেকে, যেটা আগামী অক্টোবর মাস জুড়েই চালানো হবে। পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একজোড়া ট্রেন চলবে শিয়ালদা-গোরখপুর-শিয়ালদার মধ্যে ও আরেকটি চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে।

যদি প্রথমেই শিয়ালদা-গোরখপুর পুজো স্পেশাল ট্রেনের কথা বলা হয় তাহলে সেটি ২ রা অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ০৩১৩১/০৩১৩২ একটি আপ ও একটি ডাউন ট্রেন চলবে , প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে যা বিকেল ৫ টায় গোরখপুর পৌঁছাবে।

আরো পড়ুন: আজ পয়লা সেপ্টেম্বর, কি কি স’স্তা হ’লো জেনে নিন

এদিকে আবার ডাউন ট্রেন সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে ছাড়বে ও সেটা শিয়ালদায় এসে পৌঁছাবে পরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে। ০৩০৪৩/০৩০৪৪ ট্রেন হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল ও রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল এই দুটি ট্রেন ১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ও আরেকটি চলবে ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত।

আপ ট্রেনটি প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে ছাড়বে ও সেটি পৌঁছাবে পরদিন দুপুর ২ টা ১৫ মিনিটে। এদিকে আবার ডাউন ট্রেনটি প্রতি রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছাড়বে সেটা হাওড়ায় এসে পৌঁছাবে সকাল ৭ টা ৩০ মিনিটে।