সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Tata Sumo-র সঙ্গে কি স’ম্প’র্ক আছে কুস্তিগীরের? গাড়ির নামকরণের পিছনে রয়েছে অ’জা’না গল্প

সেই নব্বইয়ের দশকের টাটা সুমোর অজানা কাহিনী আজ জনসমক্ষে এলো। যখন টাটা মোটরস কোম্পানি ও টেলকো নামে পরিচিত ছিল। টেলকো কথাটির অর্থ হল টাটা ইঞ্জিনিয়ারিং এন্ড লোকোমোটিভ কোম্পানি। তবে টাটা সুমো নামকরণের পিছনে যে আকর্ষণীয় কাহিনীটি রয়েছে সেই দিকে আলোকপাত করব আমরা।

কিভাবে এস ইউ ভি গাড়িটির নামকরণ হলো তা জানতে গেলে প্রথমেই আমাদের জানা দরকার সুমন্ত মূলগাওকারের সম্পর্কে। কে এই সুমন্ত মূলগাওকার? তিনি হলেন টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানির সিইও। এমনকি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান। ১৯০৬ সালের ৫ই মার্চ জন্মগ্রহণ করেন সুমন্ত মূলগাওকার। লন্ডন থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তার কর্মজীবন শুরু হয় সিমেন্ট শিল্পে। সুমন্ত মুলগাওকারের কাজের নীতি এবং অবদানকে সম্মান জানাতে টাটা মোটরস যথাযথভাবে তার নাম ও পদবীর ( Sumant Moolgaokar ) প্রথম দুটি করে অক্ষর ( Su এবং Mo ) ব্যবহার করে তাদের প্রথম মাল্টি-ইউটিলিটি গাড়ি TATA Sumo-র নামকরনে ৷ যা অবশ্যই কর্পোরেট ইতিহাসে একটি অতুলনীয় স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ।

সেখানে কয়েক বছর করার পর তিনি যোগ দেন টাটা ইন্ডাস্ট্রিজে, এসিসি সিমেন্টে, টাটা লোকোমোটিভ ইন ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবেও। যদিও এর পরে তিনি টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান, টাটা এক্সপোর্টের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তবে এখানেই শেষ নয় এরপর তিনি টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার পেয়েছিলেন।

আরো পড়ুন: বউ কথা না শুনলে পে’টা’ন, স্বামীদের অ’দ্ভু’ত পরামর্শ দিলেন মহিলা মন্ত্রী, তী’ব্র ভাইরাল ভিডিও

এমনকি হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন রাঁচির পরিচালক হিসেবে নিযুক্ত হন তিনি। ভারত সরকার তাঁকে পদ্মভূষণে ভূষিত করেছিলেন। এমনকি ভারত সরকার অর্থনৈতিক ও প্রতিরক্ষা সমন্বয় মন্ত্রকের উপদেষ্টা হিসেবে মনোনীত করেছিলেন। তবে এত কিছু জানার উদ্দেশ্য হলো কি কা…