সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ছোটখাটো বি’ষ’য়ে ক’থা বলার সময় নেই আমাদের, কলকাতায় বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে ম’ন্ত’ব্য পার্থর

শিয়রে পুর নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচন উপলক্ষে জোর প্রচার চালাতে শুরু করেছেন। কলকাতা কর্পোরেশনের 119 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাকলি বাগের সমর্থনে প্রচারে নামলেন পার্থ চট্টোপাধ্যায়। আর সেখানেই তিনি এমন এক বেফাঁস মন্তব্য করে বসলেন যা নিয়ে কার্যত রাজনৈতিক মহলে আবারো জল্পনার উদ্রেক হল।

প্রচার চলাকালীন বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলে দেন, এই মুহূর্তে ওসব ‘ছোটখাটো বিষয়’ নিয়ে মাথা ঘামানোর সময় নেই তৃণমূলের হাতে! তিনি এদিন বলেন তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের আশীর্বাদ রয়েছে। বিজেপি যা বলছে বলুক। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির কথা সবারই মনে আছে। তাই তিনি আশাবাদী কলকাতা পুরভোটেও বিপুল ভোটে জিতবে তৃণমূল। এখন প্রচারের কাজে তৃণমূল এত ব্যস্ত যে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তা করার মত সময় নেই শাসক দলের হাতে।

উল্লেখ্য খোদ কলকাতার বুক থেকে 17 জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মাহফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ অবৈধ ভাবে যারা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের আসতেন তাঁদের অবৈধ পাসপোর্ট-ভিসা, আধার কার্ডের মত প্রয়োজনীয় পরিচয়পত্র বানিয়ে দিত সে। গ্রেপ্তার হওয়া ওই বাংলাদেশীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 370, 419, চারশো কুড়ি ধারাসহ মোট সাতটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।