সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসের দা’ম কি করলে কম’তে পা’রে? লোকসভায় পথ বা’ত’লে দিলো সরকার

রান্নার গ্যাস কিনতে গেলেই হাতের ছ্যাকা লাগে মধ্যবিত্তের। হাজার ছুঁয়েছে গ্যাসের দাম। এদিকে সামান্য জল গরম করতে গেলেও তো গ্যাসের দরকার তাই বাধ্য হয়ে গ্যাস কিনতে হচ্ছে মোটা টাকা দিয়ে। কিন্তু কিভাবে কমবে রান্নার গ্যাসের দাম? আন্তর্জাতিক বাজারে দাম না কমলেই রান্নার গ্যাসের দাম কমা সম্ভব নয়। স্পষ্টভাবে জানিয়ে হল কেন্দ্রে।

যদি আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের দাম কমে তবেই ভারতের বাজারে এই গ্যাসের দাম কমবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে মেট্রিক টন প্রতি ৭৫০ মার্কিন ডলার এলপিজির দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস কোনটি জানিয়েছেন আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বিভিন্ন শর্তের মাধ্যম দ্বারা নির্বাচিত করা হয়।

আমি কয়েক বছরের মধ্যেই গ্যাসের দাম অনেকটাই কমতে পারে বলে আশাবাদী আমরা। আগামী দিনের মানুষের মধ্যে গ্যাসের গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। তিন বছরের মধ্যেই দাম অনেকটাই কমে যাবে। বলা যেতে পারে দরিদ্র মানুষের হাতের নাগালে চলে আসবে গ্যাসের দাম। তবে এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি আলোচনা এবং পর্যালোচনার প্রয়োজন ব্যাখ্যা করেন মন্ত্রী।

আরো খবর: ক্যা’ন্সা’রে’র অ’স্ত্রো’প’চা’রে কলকাতায় এলো স্টাইলিশ ও অত্যাধুনিক রোবট, হা’তে আছে থ্রি-ডি ক্যামেরা

মন্ত্রী জানান প্রত্যেকটা বিষয়ে সংবেদনশীল হতে হবে। বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের লক্ষ্যে গ্যাসের দাম কমাতে হবে। আমরা দেশের ভিতর এলপিজির দাম বাড়তে দেইনি মন্ত্রী বলেন। তিনি আরো বলেন সৌদি আরবের সঙ্গে যুক্ত এই সময় বেড়ে গিয়েছে প্রায় ৩৩০ শতাংশ।

তুলনা করলে দেখা যাবে অন্যান্য দেশের তুলনায় ভারতে গ্যাসের দাম অনেকটাই কমে গিয়েছে। সিলিন্ডারের দাম যদি আরো কম তো তবে এই গ্যাসের দাম আরো কমানো যেত বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। তিনি আরো বলেন সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে সরকার নানান রকম ব্যবস্থা করছে তার মধ্যে গ্যাসের দাম কমানোর পথেও হাঁটছি আমরা।