সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু দিন ন’য় এবার রাতেও কলকাতা বন্দর থেকে ছা’ড়’বে জাহাজ

আগে যেমন শুধুমাত্র দিনের বেলাতেই শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট থেকে জাহাজ ছাড়া হত, কিন্তু সেটা এখন রাতেও চলবে। কলকাতা পোর্টে বসানো হচ্ছে অত্যাধুনিক নাইট নেভিগেশন যন্ত্র।

যার মাধ্যমে এটি রাতেও এখন জাহাজের অবস্থান সম্পর্কে অবগত হতে পারবে। প্রধানমন্ত্রী গতি শক্তি প্রকল্পের আওতায় এই কাজ শুরু হয়েছে পুরোদমে। আগামী ৩ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে রাতে জাহাজ চলাচল।

ইতিমধ্যেই বিশেষ ট্রেনিং নেওয়ার জন্য ৫ জন পাইলটকে পাঠানো হচ্ছে বেলজিয়ামে। এদিকে আবার মে মাসের প্রথম দিকে বেলজিয়ামের বিশেষজ্ঞরা আসবে বন্দরে।

আরো পড়ুন: মহিলাদের নিরাপত্তার স্বা’র্থে ভিড়ের মধ্যে “ওঁরা” মি’শে যা’বে

স্বাভাবিকভাবেই সুবিধার কথা মাথায় রেখেই এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকার অনেকটাই হবে। কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ভিনীত কুমার বিষয়টি নিয়ে বলেছেন, এতদিন একটি জাহাজের জন্য গোটা দিন অপেক্ষা করতে হত।

যার কারণেই অনেকটাই সময় লেগে যেত। কিন্তু এবার থেকে আর সেটা হবে না। দিনের আলো শেষ মানে একটি জাহাজ কাজ বন্ধ করে ড্রাই ডকে দাঁড়িয়ে থাকত।

যার জন্য জাহাজ পিছু খরচ হত ৭ লক্ষ টাকা। কিন্তু আর সেটা লাগবে না, তাছাড়া কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ বাড়বে অনেকটাই।