সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“আমরা খুশি”, সীমান্তে ভারত-চীন সং’ঘ’র্ষ নিয়ে ম’ন্ত’ব্য মার্কিন যুক্তরাষ্ট্রের

ভারত ও চীনের সংঘর্ষ নিয়ে এবার মুখ খুলল আমেরিকা প্রশাসন। তাওয়াং কাণ্ডে এবার মুখ খুলতে দেখা গেল আমেরিকাকে। তারা জানিয়েছে গত ৯ ডিসেম্বর যে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল সেটা এবার কমের দিকে। আর এই বিষয় নিয়েই হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন প্যারে বলেন, দুই দেশের কর্মকাণ্ডের উপরে লক্ষ্য রাখা হচ্ছে। ইতিমধ্যেই খুশির খবর হলো সীমান্ত থেকে ভারত ও চীনের সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

আশা করা হচ্ছে ভারত ও চীন আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়টাকে মিটিয়ে ফেলবে। অরুণাচল প্রদেশের কাছেই ভারত ও চীন সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি দাবি করেন ওই দিন নাকি চীন একতরফাভাবে সীমান্ত বদল করার চেষ্টা করছিল। তবে এই কারণেই দুই দেশের মধ্যে হাতাহাতি বেধে যায় , যার কারণেই সীমান্তে উত্তাপের সৃষ্টি হয়। তবে এরমধ্যে ভালো খবর হল ভারতীয় সেনাদের জখম হওয়ার খবর নেই।

তবে প্রতিরক্ষা মন্ত্রী আরও জানায় যে যেকোনো পরিস্থিতি আসুক না কেন , যেকোনো ধরনের আগ্রাসী মনোভাব ঠেকাতে ভারতীয় সেনা প্রস্তুত সর্বদা। তবে প্রতিরক্ষা মন্ত্রীর এই ধরনের বিবৃতির পরেই তাওয়াং ইস্যু নিয়ে মুখ খুললেন আমেরিকা।ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৯ ডিসেম্বর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় , সীমানা পেরিয়ে চীনের সেনারা ভারতে ঢোকার চেষ্টা করেছিল। চিনা সেনাদের এই ধরনের বেআইনি কাজকর্মের সাক্ষী থেকেছে ভারতীয় সেনা।

আরো খবর: আজ বুধবার, কেমন কা’ট’বে দিনটি দেখে নিন, রইলো রাশিফল (14.12.2022)

তাই তারা আগের থেকেই প্রস্তুত ছিল । জানা যায় ৩০০ সেনার একটি বাহিনী নাকি ঢোকা চেষ্টা করে ভারতে আর সেই বাহিনীকেই আটকানোর জন্য দারুন ভাবে প্রস্তুত ছিল ভারতীয় সেনা। তবে ভারতীয় সেনাদের উদ্দেশ্যে গালিগালাজ ও পাথর বৃষ্টি শুরু করে যার কারণে আরও বেশী সংঘর্ষ বেধে যায়।

তবে জানা যায় ভারতীয় সেনা অতর্কিত হামলা চালায় লাল সেনার ওপরে। সেই হামলার কারণেই একেবারে ভয়ে পালিয়ে যায় লাল সেনা তাদের বাঙ্কারে। তারা এতটাই ভয় পেয়ে যায় যে শূন্যে গুলিও ছোড়ে তারা। পরে অবশ্য দুপক্ষের সেনা কমান্ডাররা লাউড স্পিকারে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।