সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব পুরুষরা ধ’র্ষ’ক নন কিন্তু সব মহিলারাই নি’র্যা’তি’তা!: সোনা মহাপাত্র

বলিউডের উঠতি প্রজন্মের অন্যতম সেরা গায়িকা সোনা মহাপাত্র। তিনি একাধারে সংগীতশিল্পী, আবার মহিলাদের প্রতি অন্যায়ের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তাকে। বলিউডের তাবড় তাবড় ব্যক্তিত্বদের বিরুদ্ধে যে মহিলারা নির্যাতনের অভিযোগ তুলেছিলেন, তাদের পাশে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেন না সোনা মহাপাত্র। অনু মালিক, কৈলাস খেরের বিরুদ্ধে তার লড়াই এখনো থামেনি। বরাবর স্পষ্টবাদী এবং নির্ভীক স্বভাবের মানুষ সোনা মহাপাত্র এখনো তার লড়াই চালিয়ে যাচ্ছেন।

তবে তার লড়াইটা এত সহজ নয়। তার মত যে ৪৮ জন মহিলা বলিউডে মহিলাদের উপর নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তারা প্রায় প্রত্যেকেই সঠিক ন্যায় বিচারের আশায় রয়েছেন। তবে তাই বলে নন্দিতা দাসের ‘প্রত্যেক পুরুষ সম্ভাব্য ধর্ষক’ এর মন্তব্য কে সমর্থন করতে তিনি রাজি নন। কারণ তিনি মনে করেন, প্রতিটি মানুষের মধ্যেই ভালো খারাপ থাকে। নারী হোক বা পুরুষ, প্রত্যেকের মধ্যেই ভালো খারাপ উভয় দিক থাকে।

সোনা মহাপাত্রের মতে, প্রত্যেক পুরুষকে যদি সম্ভাব্য ধর্ষক হন, তা হলে তো বলতে হবে সমস্ত নারীই তার শিকার। কিন্তু এমনটা তো মোটেও নয়। বলিউডের একজন প্রথম সারির গায়িকা হওয়া সত্ত্বেও বারংবার বলিউড তাকে ব্রাত্য করেছে। এমনকি তার দিকে গান গাওয়ার প্রস্তাব রাখার পরেও একদম শেষ মুহূর্তে এসে তা বাতিল করা হয়েছে। ‘রইস’, ‘এয়ারলিফট’ ছবির গানের ক্ষেত্রে এমনটাই হয়েছে সোনার সঙ্গে।

এই আফসোস তার মনে রয়ে গিয়েছে। সোনা জানেন, বলিউডে অবশ্য সঙ্গীত পরিচালকদের হাতে কিছুই নেই। এখানে প্রযোজক এবং তারকারাই হলেন শেষ কথা। তারা যা বলেন, যেভাবে বলেন, সংগীত পরিচালক তাই করতে বাধ্য। তাই সোনা এসব নিয়ে আর বিশেষ মাথা ঘামাতে চান না। বদলে তিনি তার কেরিয়ারের দিকেই ফোকাস করেছেন।