সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’রা যান নি বিক্রম গোখলে, তিনি এখনো বেঁ’চে আছেন, জানালো অভিনেতার পরিবার

আমাদের জীবনে মিডিয়া বা বলা ভালো সোশ্যাল মিডিয়া ঠিক যতোটা তাড়াতাড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর পৌঁছে দেয় তেমন মাঝে মাঝে এমন ভুল ভাল খবর ছড়িয়ে দেয় যা দেখে মানুষজন ভুল খবর জানতে পারে। কিন্তু তাই বলে একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে দেওয়া কখনই উচিত নয়, বরং অন্যায়। আর ঠিক এমনটাই হলো অভিনেতা বিক্রম গোখলের সাথে।অনেক পুরনো ও দক্ষ একজন বলিউড অভিনেতা বিক্রম গোখলে।

বলিউডের দীর্ঘদিনের সদস‍্য বিক্রম গোখলে। বহু জনপ্রিয় ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন বিক্রম। এছাড়াও তার দিল সে, ভুল ভুলাইয়া, দে দনা দন, হিচকি, নিকম্মা, মিশন মঙ্গল এর মতো একাধিক ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তিনি সকলের কাছেই খুব পরিচিত মানুষ।

তিনি বর্তমানে বিভিন্ন শারীরিক জটিলতায় তিনি বর্তমানে হসপিটালে ভর্তি। কিন্তু হটাৎ করেই বুধবার একটি খবর ছড়িয়ে পড়ে যে তিনি প্রয়াত হয়েছেন। যথারীতি এই খবর মুখে মুখে অনেক দূর ছড়িয়ে যায়। কিন্তু আদপে তা নয়। তিনি আছেন এখনও বেঁচে আছেন। তাঁর স্ত্রী সেই কথা বৃহস্পতিবার জানান বলে জানা যায়।

আরো খবর: ৫ টা’কা’য় ডাল মাখানি, শাহী পনির ৮ টা’কা’য়! রেস্তোরাঁর বি’ল ভাইরাল

বিক্রম গোখলের স্ত্রী ব্রুশালী জানান, অভিনেতা এখনো বেঁচে আছেন। হার্ট এবং কিডনির একাধিক সমস‍্যা নিয়ে গত ৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিক্রম গোখলে। মাঝে একটু সুস্থ হলেও আবার সঙ্কটজনক হয়ে উঠেছে তাঁর পরিস্থিতি। একাধিক অঙ্গ প্রত‍্যঙ্গ বিকল হয়ে গিয়েছে অভিনেতার। বুধবার বিকেলের পর কোমায় চলে যান তিনি।

তারপর থেকে সাড়া নেই তাঁর শরীরে। ভেন্টিলেশনে রাখা হয়েছে প্রবীণ অভিনেতাকে। আগামীকাল সকালে তাঁর শারীরিক পরিস্থিতি দেখে চিকিৎসকরা ঠিক করবেন কী করা যায়। তাঁর বয়স নিয়েও ভুল তথ‍্য ছড়িয়ে পড়েছে বলে জানান ব্রুশালী। এছাড়াও তাঁর স্বামীর বয়স নিয়েও ভুল খবর ছড়ানো হয়।

তাঁর ৮২ নয়, তাঁর বয়স এখন ৭৭ বলে দাবি করেন তিনি। আর এই পোস্ট টি দেখার পর থেকেই যারা এমন ভুয়ো খবর পোস্ট করেছেন তাঁদের উপর সাধারণ মানুষ যথেষ্ট ক্রুদ্ধ হয়েছেন। এটা কখনই উচিত নয়। এমন মর্মস্পর্শী একটি খবর অবশ্যই সঠিক জেনে তবেই জানানো উচিত।