সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রথম ন্যাজাল স্প্রে হিসেবে কো’ভি’ড টি’কা’র স্বীকৃতি পেলো স্পুটনিক

২০২১ সালে প্রথমবার ভারতের হায়দরাবাদে শুরু হয় স্পুটনিকের পথ চলা। মে মাসের প্রথমেই সে বছর ১.৫০ লাখ স্পুটনিক কোভিড টিকা ভারতে আসে। ভারতে রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে এই টিকা ভারতের হাতে তুলে দেওয়া হয়। আর এই উদ্যোগে ভারতের ‘ডক্টর রেড্ডিস’ এর সঙ্গে সহযোগিতা ছিল স্পুটনিকের।

এবার বিশ্বের প্রথম ন্যাজাল স্প্রে কোভিড টিকা হিসাবে ছাড়পত্র পেল রাশিয়ার স্পুটনিক। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে।

‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক স্পুটনিকের ন্যাজাল ভার্সান রেজিস্টার করেছে, কোভিডের বিরুদ্ধে বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন এটি।’ এর আগে রাশিয়ার নিউজ এজেন্সি টাস জানিয়েছিল যে আর তিন থেকে চার মাসের মধ্যে নাগরিকদের জন্য ছাড়পত্র পাবে ন্যাজাল ভ্যাকসিন।

আরো পড়ুন: বগটুই কা’ন্ডে’র পর রামপুরহাটের নতুন আইসি যো’গ দিলেন, চিনে নিন তা’কে

এই বিষয়ে রাশিয়ার গামালেয়া সেন্টারের আলেক্সান্ডার গিন্টসবার্গকে উল্লেখ করে বক্তব্য রেখেছিল টাস। উল্লেখ্য, তখনই গিন্টসবার্গ জানিয়েছিলেন যে, আর তিন থেকে চার মাসের মধ্যে রাশিয়ার নাগরিকদের জন্য কোভিডের এই ন্যাজাল স্প্রে টিকাকে ছাড় দেওয়া হবে।

তিনি বলেছিলেন, ‘ল্যাবরেটারির পরীক্ষা জানাচ্ছে যে, ওমিক্রনের বিরুদ্ধে সাধারণ ইনজেকশনের মাধ্যমে স্পুটনিক ভি প্রয়োগ করলে তা কার্যকরী ফল দেয়। আর ন্যাজাল স্প্রে হিসাবেও এটি কার্যকরী হবে।’