সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Ampere Electric Magnis EX: জলের দ’রে কিনুন ইলেকট্রিক স্কুটি, একবার চা’র্জ দিলেই ১০০ কিমি নিশ্চিন্তে

পেট্রোল ডিজেল চালিত গাড়ির চাহিদা এখন কমে এসেছে। বদলে ইলেকট্রিক চালিত স্কুটি এবং বাইকের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। এই বাজারে ওলা স্কুটার রীতিমত ঝড় তুলেছে। প্রতিযোগিতার বাজারে এবার নামলো ম্যাগনাস এক্স-ই স্কুটি। স্কুটির দাম মাত্র 68 হাজার 999 টাকা। স্কুটিকে একবার চার্জ করলে 121 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে এটি।

Ampere Magnus EX electric scooter launched in India, runs 121 Kms in single  charge --Check price and other details | Automobiles News | Zee News

অ্যাম্পিয়ার ইলেকট্রিক সংস্থার ম্যাগনাস এক্স স্কুটারটি মোট বারোশো ওয়াটের স্কুটার। এর মধ্যে রয়েছে 5mp সকেট। রাস্তায় চা কফির দোকানে যে কোনো জায়গাতেই স্কুটারটি চার্জ করে নিতে পারবেন। স্কুটারের হেডলাইটে রয়েছে এলইডি। 450 মিলিমিটারের লেগ স্পেস রয়েছে এমন স্কুটারে।

Ampere Magnus EX On Road Price - Magnus EX Images, Colour & Mileage

সংশ্লিষ্ট সংস্থার কর্ণধার রয় কুরিয়ান জানিয়েছেন, পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে সস্তার স্কুটারের প্রতি গ্রাহকের আকর্ষণ বাড়ছে। বর্তমানে এই সংস্থার বাজার বুঝে বাইক প্রেমীদের একটি সংস্থার অথচ কেতাদুরস্ত স্কুটার উপহার দিতে চায়। স্কুটারটিকে একবার চার্জ দিতে সময় লাগবে 6 থেকে 7 ঘণ্টা। নিঃসন্দেহে এমন স্কুটার বাইক প্রেমীদের জন্য আকর্ষণীয়।