সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অমরনাথে যাওয়ার আ’গে করতে হবে রেজিস্ট্রেশন, হা’তে কি কি রাখতে হ’বে?

এখন অমরনাথ যাত্রার প্রতি মানুষের ঝোক বাড়ছে। কেবলমাত্র পাহাড় প্রেমিরাই নয়, প্রতিবছর লাখ লাখ দর্শনার্থী যাচ্ছেন অমরনাথ গুহার উদ্দেশ্যে। অমরনাথ গুহার মধ্যে বরফ আবৃত এক শিবলিঙ্গ তৈরি হয়। প্রতিবছর আর তাকে দেখতেই লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে।

কাশ্মীরের দুর্গম গিরি অতিক্রম করে পায়ে হেঁটে ওই গুহার মধ্যে পৌঁছে যান দেশ-বিদেশের বহু পুণ্যার্থী। তবে ইচ্ছে থাকলেই হঠাৎ করেই একদিন পৌঁছে যেতে পারবেন না অমরনাথ। সোমবার থেকে এ বছর শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন কেউ চাইলে অনলাইনে তাদের নাম নথিভুক্ত করতে পারেন।

জুলাই মাসের প্রথম দিনেই শুরু হবে এই অমরনাথ যাত্রা। পহেলগাও অনন্ত নাগ জেলা এবং বালটাল এই দুটি পথ থেকে শুরু হবে এই যাত্রা। যাত্রাপথে কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন জানেন। অনলাইনের রেজিস্ট্রেশন করতে লাগবে ২00 টাকা খরচ বিদেশি ভ্রমণ প্রার্থীদের জন্য রেজিস্ট্রেশন করতে খরচ হবে মাথাপিছু ১৫২০ টাকা!

আরো খবর: মুকুল বলছেন আমি বিজেপিতেই, গেরুয়া শিবির বলছে না, পদ্মশিবির কি বলছে?

১৩ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত মানুষ নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন তবে কোন অন্তঃসত্ত্বা মহিলাকে এক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। যাত্রা সময় নিজের পরিচয় পত্র অবশ্যই সঙ্গে রাখবেন।

অনলাইনে রেজিস্ট্রেশন করতে শ্রী অমরনাথ জি সাইনবোর্ড এই নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে http://jksasb.nic.in। এখানে একটি বিশেষ অ্যাপ ডাউনলোড করে নিলে সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন

এছাড়া যাত্রা পথে কোনরকম সমস্যা হবে না বলে আগাম জানিয়ে দিয়েছে ভারত সরকার। অমরনাথ যাত্রা এবার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি সুলভ হতে চলেছে। তবে বেশি বয়স্ক ব্যক্তিদের এই অমরনাথ যাত্রার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ আরোপ করা হতে পারে।