সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিম জং উনকে যো’গ্য জবাব, আমেরিকা-দক্ষিণ কোরিয়া একযোগে ৮ টি মিসাইল ছুঁ’ড়’লো

কিম জং উন কেমন ধরনের মানুষ সে আশা করি নতুন করে বলতে হবে না। তার স্বৈরাচারী মনোভাবের কারণে বিশ্ব একেবারে অতিষ্ট। কিন্তু এবার উত্তর কোরিয়াকে উচিৎ জবাব দিল তার পরশি দেশ দক্ষিণ কোরিয়া। তবে শুধু একা নয়, তার সাথে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র।

এবার একের পর এক ৮ টি ক্ষেপণাস্ত্র ছাড়ল দুই দেশ। এই ধরনের পদক্ষেপে কোরিয়া উপদ্বীপে যুদ্ধের ঘন্টা বাজার ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের দ্বরা জানা গেছে, আসলে উত্তর কোরিয়াকে কড়া জবাব দিতেই এই পদক্ষেপ। পরপর ৮ টি মিসাইল ছেড়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।

আরো পড়ুন: ফলের গা’য়ে সাঁটানো স্টিকারের অর্থ আ’দ’তে কি?

আজ সোমবার একটি বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফদের পক্ষ থেকে। কয়েকদিন থেকে বিভিন্ন ভাবে এই হুঁশিয়ার। তার কারণে কড়া পদক্ষেপ গ্রহণ উত্তর। কোরিয়ার বিরুদ্ধে।

তবে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ নিন্দনীয় ঘটনা। কোরিয়া থেকে এই উৎক্ষেপণ করা হয়। জমি থেকে জমিতে আঘাত হানতে কতটা সক্ষম তার পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

এর দ্বারা এটা অবশ্য স্পষ্ট শত্রু পক্ষের সামনাসামনি কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত। শত্রু পক্ষের কমান্ড ও সাপোর্ট সিস্টেম আমাদের লক্ষ্যে রয়েছে।

ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে কিম জং উনের দেশ , যার কারণেই দক্ষিণ কোরিয়ার মাথা যেন আরও খারা হয়ে যায়। দক্ষিণ কোরিয়া এই পরিস্হিতি দেখে মনে করছে উত্তর কোরিয়া আগামী কয়েকদিনের মধ্যেই পারমাণবিক অস্ত্রপরীক্ষাও করতে পারে।তার কারণেই আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার উদ্বেগ বাড়ছে দিনের পর দিন।