সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অত্যাধুনিক প্রসেসরের স’ঙ্গে 16 GB RAM ও 512 GB স্টো’রে’জ, রইলো REDMI K60-র লু’ক

সম্প্রতি বেশ কিছু চিনা মোবাইল সংস্থা অনেক গুলোই নতুন নতুন ফিচারস ফোন লঞ্চ করেছে। তবে রেডমি কোম্পানি কিছুদিন চুপ চাপ থাকলেও ইতিমধ্যেই তিনটি ফোন লঞ্চ করে ফেলেছে। এই ফোনগুলি হল যথাক্রমে Redmi K60, Redmi K60 Pro ও Redmi K60E। যারা নতুন বছরে একটা ভালো ফোন নেবেন ভাবছেন তারা অনায়াসেই এই ফোন গুলির কথা ভেবে দেখতে পারেন। এই ফোন গুলির দাম গুলো আসুন জেনে নেওয়া যাক।

Redmi K60 Pro-র দাম শুরু হচ্ছে 3,299 ইউয়ান(প্রায় 40,000 টাকা) থেকে। Redmi K60 – র দাম শুরু হচ্ছে 2,499 ইউয়ান (প্রায় 30,000 টাকা) থেকে। Redmi K60E – র দাম শুরু হচ্ছে 2,199 ইউয়ান (প্রায় 26,000 টাকা) থেকে। এই ফোনগুলোয় খুব ভালো প্রসেসরও ব্যাবহার করা হয়েছে।

যেমন এর মধ্যে Redmi K60 ও Redmi K60 Pro-তে রয়েছে Snapdragon 8 সিরিজ প্রসেসর। অন্যদিকে Redmi K60E-তে MediaTek প্রসেসর ব্যবহার করেছে বেজিংয়ের সংস্থাটি। সব ফোনেই 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকছে। সেখানে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট ও 2K রেজোলিউশন।

আরো খবর: কোমর পর্যন্ত বরফের ম’ধ্য দিয়ে রাইফেল হাতে ডিউটি পা’ল’ন করছেন দেশের হিরো, ভা’ই’রা’ল ভিডিও

এবার আসা যাক ফিচারস কেমন রয়েছে এই ফোন গুলোয়। জানা যাচ্ছে, Redmi K60 Pro: স্পেসিফিকেশন ও ফিচার্স :- Redmi K60 Pro-তে 6.67 ইঞ্চি 2K AMOLED ডিসপ্লে থাকছে। 120 Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে রয়েছে HDR 10+ সাপোর্ট। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর।

সঙ্গে রয়েছে 16 GB LPDDR5X RAM ও 512 GB UFS 4.0 স্টোরেজ। 5,000 mAh ব্যাটারি রয়েছে, সঙ্গে পাবেন 120 W ফাস্ট চার্জিং সাপোর্ট। Android 13 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে MIUI 14 স্কিন। এই সেটের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 50 MP Sony IMX800 সেন্সর।

এই ক্যামেরায় অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) থাকছে। সঙ্গে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও, কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনে 8K 24fps ভিডিয়ো রেকর্ড করা যাবে।

Redmi K60E: স্পেসিফিকেশন ও ফিচার্স :- Redmi K60E – তে থাকছে MediaTek Dimensity 8200 চিপসেট। এই ফোনের ট্রিপল ক্যামেরায় রয়েছে 48 MP প্রাইমারি সেন্সর। সেখানে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট। 5,500 mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে 67 W ফাস্ট চার্জিং।

Redmi K60: স্পেসিফিকেশন ও ফিচার্স :- Redmi K60 – তে থাকছে Snapdragon 8+ Gen 1 প্রসেসর। ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় রয়েছে 64 MP প্রাইমারি সেন্সর। এছাড়াও থাকছে 5,500 mAh ব্যাটারি ও 67 W ফাস্ট চার্জিং সাপোর্ট। সঙ্গে 30 W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাবেন। তবে এই ফোনগুলো চিনে ইতিমধ্যেই লঞ্চ হলেও এখনো অন্য দেশে লঞ্চ হয়নি। কবে হবে সে বিষয়েও জানা যায়নি বলেই শোনা যাচ্ছে।