সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোমর পর্যন্ত বরফের ম’ধ্য দিয়ে রাইফেল হাতে ডিউটি পা’ল’ন করছেন দেশের হিরো, ভা’ই’রা’ল ভিডিও

দেশের সুরক্ষার জন্য জওয়ানরা নিজেদের জীবনকে বাজি লাগিয়ে দেয়। ঝড়, বৃষ্টি, তুফান যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসুক না কেন তার মধ্যেই তারা স্থির দাঁড়িয়ে থাকে। নেই তাদের পূজার ছুটি, নেই তাদের আরামের জীবন এমনকি নেই তাদের খাওয়া-দাওয়ার ঠিক। সমস্ত কিছুকে উপেক্ষা করে তাদের একটাই লক্ষ্য দেশ রক্ষা।

নিজেদের জীবনকে এভাবে উজাড় করে দেওয়া সত্যিই কারো পক্ষে সম্ভব নয় একমাত্র সেনাবাহিনী ছাড়া। আমরা সাধারণ মানুষ সামান্য ঠান্ডার মধ্যেই নিজেদের গুটিয়ে নি হয়তো অসুস্থ হয়েও পরি। কিন্তু একবার ভাবুন তো সেনাবাহিনীদের কথা তারা বরফের স্তরের উপর দাঁড়িয়ে থাকে যেখানে হিমাঙ্কের নিচে তাপমাত্রা সর্বদা বিরাজমান।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে সেনা বাহিনীদের দৈনন্দিনের জীবন কষ্ট। ভিডিওতে দেখা যাচ্ছে সেনাবাহিনীরা কোমরের থেকেও উঁচু বরফের মধ্যে কিভাবে সীমান্ত পাহারা দিচ্ছে। টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজু চৌহান ।

আরো খবর: পুলিশের স্ত্রীর কাছ থেকেই আদ’ব’কা’য়দা র’প্ত করে CBI সে’জে ডাকাতি! এরপর যা হ’লো

সত্যি সেনা জাওয়ানদের নিয়ে মাঝে মাঝে যে ধরনের বিতর্ক শোনা যায় সেগুলো একদমই উচিত নয়, কারণ যেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে দেশকে রক্ষা করে এই ভিডিওই তার প্রমাণ। সেনা জওয়ানদের ইতিমধ্যেই সুপারম্যান আখ্যা দিয়েছে নেটিজেনেরা।

এর আগে আমরা খবরে শুনেছি কুড়িজন সেনাবাহিনী বরফের মধ্যে তাদের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন, জানা যায় তারা নাকি ঠান্ডা বরফ গলা জলে পড়ে গিয়েছিল।

সেই খবর জন্য সেনাবাহিনীদের আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছে, কিভাবে একজন মানুষ এই ধরনের প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিজেকে টিকিয়ে রাখতে পারে? আর সেটা যে সেনাবাহিনী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় সেটা স্পষ্ট।