সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল ১ অক্টোবর, ব’দ’লে যা’চ্ছে ৬ টি গুরুত্বপূর্ণ বি’ষ’য়, আজই জেনে রাখুন

আগামীকাল থেকে বদলে যেতে চলেছে ব্যাংক এবং বেতন সংক্রান্ত একাধিক নিয়ম। আসতে চলেছে পরিবর্তিত নিয়ম। এই নিয়মের ফলে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়তে চলেছে। ব্যাংকের নিয়ম থেকে শুরু করে এলপিজির দাম, সবকিছুই শামিল রয়েছে এর মধ্যে। চলুন জেনে নেওয়া যাক কি কি বদল আসতে চলেছে আগামী কাল থেকে।

পেনশন: আগামীকাল থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত নিয়ম বদলাতে চলেছে। দেশের প্রবীণ নাগরিক বিশেষত যাদের বয়স ৮০ বছর বা তার বেশি, তারা হেড পোস্ট অফিস এ জীবন প্রমাণ সেন্টারে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। জীবন প্রমান পত্র জমা করার কাজ পোস্ট অফিসের মাধ্যমে শুরু হবে কাল থেকে। এই কাজ চলবে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত।

বাতিল হবে পুরনো চেকবুক: আগামীকাল থেকে অরেন্টাল ব্যাংক অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলাহাবাদ ব্যাংকের সমস্ত পুরনো চেকবুক বাতিল হয়ে যাবে। এই তিনটি ব্যাংক গত বছর অন্য ব্যাংকের সঙ্গে সংযুক্তিকরণ করেছে। তাই এই ব্যাঙ্কগুলির অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি, এম আই সি আর কোড বদল হওয়ার কারণে আগামীকাল থেকে ব্যাংকিং সিস্টেম পুরনো চেক রিজেক্ট করে দেবে।

অটো ডেবিট কার্ড: আগামীকাল থেকে ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে হওয়া অটো ডেভিডের জন্য নতুন নিয়ম লাগু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নতুননিয়ম অনুযায়ী, ডেবিট অথবা ক্রেডিট কার্ড বা মোবাইল থেকে ফটো ডিলিট ততক্ষণ না হবে,যতক্ষণ না গ্রাহকরা অনুমতি দেবেন। নতুননিয়ম অনুযায়ী, যেকোনো অটো ডেভিড পেমেন্ট এর মাধ্যমে একাউন্ট থেকে টাকা ডেবিট করার জন্য ব্যাংকে অনুমতি নেওয়ার জন্য ২৪ ঘন্টা আগে নোটিফিকেশন পাঠাতে হবে।কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা তখনই ডেভিড হবে, যখন গ্রাহক এটি কনফার্ম করবে। এসএমএস অথবা ই-মেইল এর মাধ্যমে এই নোটিফিকেশন পাঠানো হবে গ্রাহকদের।

ইনভেসমেন্ট সংক্রান্ত নিয়ম: মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের জন্য আসতে চলেছে নতুন নিয়ম। মিউচুয়াল ফান্ড হাউজে কর্মরত জুনিয়ার কর্মচারীদের ওপর এই নিয়ম লাগু করা হবে। জুনিয়র কর্মচারীদের গ্রোস সেলারির ১০% মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ইনভেস্ট করতে হবে। ২০২৩ সাল থেকে এটি হয়ে যাবে কুড়ি শতাংশ।

এলপিজি সিলিন্ডারের দাম: সাধারণত প্রতি মাসের পয়লা তারিখের বদলে যায় গ্যাস সিলিন্ডারের দাম। আগামীকাল তাই বদল হতে পারে গ্যাস সিলিন্ডারের দাম।

প্রাইভেট মদের দোকান বন্ধ: আগামীকাল থেকে দিল্লিতে প্রাইভেট মদের দোকান বন্ধ হতে চলেছে। ১৬ অক্টোবর পর্যন্ত কেবলমাত্র সরকারি দোকানে মদ পাওয়া যাবে।