সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু Ola-ই নয় আ’রো ৫ ইলেকট্রিক স্কুটি আ’স’ছে বা’জা’র মাতাতে, জানুন এ’দে’র মাইলেজ

বর্তমানে দেশের বাজারে দু-চাকার চাহিদা অনেকটা বেশি। বিশেষত ইলেকট্রিক গাড়ির দিকে দেশবাসীর আগ্রহ চোখে পড়ার মতো। ভারতকে দূষণমুক্ত করাই কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য। তাই বাইক বা গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি ইলেকট্রিক ভেহিক্যাল তৈরিতে নজর দিয়েছে বেশি। আর সেই সঙ্গে অতিরিক্ত ছাড় পাওয়ায় ক্রেতাদের মুখেও হাসি ফুটেছে। তাই লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই ইভি স্কুটার বা বাইকের ডিমান্ড।

ইতিমধ্যেই ভারতের ইলেকট্রিক প্লাটফর্মে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে এই ইলেকট্রিক স্কুটারগুলো। গত ১৫ আগষ্ট স্বাধীনতা দিবসে মানুষের চাহিদা পূরণ করতে দেশে লঞ্চ করেছে ওলা ইলেকট্রিক স্কুটার। তারপর থেকেই রীতিমতো চর্চা শুরু হয়েছে ক্রেতামহলে। তবে ,ওলা একা নয়, পাশাপাশি ভারতে ইলেকট্রিক স্কুটারের প্রতিযোগিতায় আরও বেশ কয়েকটা বড় বড় নামও রয়েছে। দেখে নেওয়া যাক তাহলে তার তালিকা-

Ola Electric begins bookings for e- scooter. Here's how you can reserve one

ওলা ইলেকট্রিক স্কুটার :
গত ১৫ অগাস্ট দেশে ওলা ইলেকট্রিক স্কুটার S1 ও S1 Pro লঞ্চ করেছে । S1-এর দাম নির্ধারিত হয়েছে ৯৯,৯৯৯টাকা ও S1 Pro-এর দাম রাখা হয়েছে ১,২১,৯৯৯টাকা। স্কুটারে ব্যবহার করা হয়েছে ৭৫০ ওয়াটের পোর্টেবল চার্জার। সুতরাং একবার ফুল চার্জে ১১৮ কিলোমিটার মতো যেতে পারবে এই স্কুটার।

Simple One Electric Scooter Launched; Priced At Rs. 1.10 Lakh | AAZ KA NEWS

সিম্পল ওয়ান :
সম্প্রতি এই স্কুটারটিও বাজারে নতুন এসেছে। ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে ১.৯ লক্ষ টাকা। ই মোডে ২৩৬ কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটার।

Letter to BS: Kudos to Bajaj for launching an e-scooter ahead of schedule |  Business Standard News

বাজাজ চেতক :
এই স্কুটারে ব্যবহার করা হয়েছে ২.৯ কিলোওয়াটের ব্যাটারি, যার একবার ফুল চার্জ হতে সময় লাগে ৫ ঘণ্টা। এই স্কুটার ইকো মোডে ৯৫ কিলোমিটার রেঞ্জ দেয়। দাম রাখা হয়েছে ১.৪২ লক্ষ টাকা থেকে ১.৪৪ লক্ষ টাকা।

TVS iQube Electric scooter launched in Pune, here are all the details -  Auto News

টিভিএস আইকিউব :
স্কুটারে রয়েছে ৪ কিলোওয়াটের ব্যাটারি, এক চার্জে ৭৫ কিলোমিটার রেঞ্জ দেয় এই ইলেকট্রিক স্কুটার। ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৫ঘণ্টা। বাজারে এই ইলেকট্রিক স্কুটারের দাম ১.১৫ লক্ষ টাকা।

Ather 450X 2021- Review, Price, Mileage, Image & Colors

এথার ৪৫০এক্স :
এই স্কুটারের টপ স্পিড ৮০ কিলোমিটার। ১.৩২ লক্ষ টাকা এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম প্রাইস। একবার ফুল চার্জে ১১৬ কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটার।