সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আসছে ভারত সি’রি’জ, গাড়ির নম্বরের জ’ন্য ক’রু’ন আ’বে’দ’ন, জানুন বিস্তারিত

প্রায়শই এক রাজ্য থেকে অন্য রাজ্যে যানবাহন স্থানান্তরিত হয়ে যায়। এই সমস্যার আটকানোর জন্য এবার বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে সড়ক পরিবহন মন্ত্রক। নতুন ভারত সিরিজ লাগু করতে চলেছে সরকার। একবার এই সিরিজের নম্বর নিবন্ধিত করা থাকলে নিজের যানবাহনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তরিত করার সময় কোন সমস্যায় পড়তে হবে না ভিন রাজ্যের নাগরিকদের।

অনেক কর্মীদের কর্মসূত্রে ভিন রাজ্যের স্থায়ীভাবে বসবাস করতে হয়, সে ক্ষেত্রে যানবাহন স্থানান্তরিত করা একটি বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাদের কাছে। কিন্তু এবার ভারত সিরিজের নিবন্ধন সম্পন্ন হলেই কোন সমস্যায় পড়তে হবে না কর্মীদের। সড়ক পরিবহন মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই গাড়ির নিবন্ধন সুবিধা পাবেন প্রতিরক্ষা কর্মী, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় রাজ্য পাবলিক সেক্টরের আন্ডারটেকিং সমস্ত কর্মীরা।

বেসরকারি কোম্পানির ইমপ্লয়ীরা অবশ্যই সুযোগ-সুবিধা পেতে পারবেন কিন্তু সেক্ষেত্রে তাদের কোম্পানির অন্তত সাতটি কেন্দ্রশাসিত অঞ্চল অথবা রাজ্যে অফিস থাকতে হবে। আবেদনকারীকে আবেদন করার জন্য মূলত তিনটি ধাপ অনুসরণ করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এই ধাপ গুলি কি কি।

প্রথমত: যে রাজ্যে যানবাহনটি ক্রয় করা হয়েছে, সেই রাজ্যের এন ও সি সার্টিফিকেট দাখিল করতে হবে।

দ্বিতীয়ত: নতুন রাজ্যে রোড ট্যাক্স দিতে হবে। রোড ট্যাক্স দিলে আপনি ভারত সিরিজের নম্বর পেতে পারবেন।

তৃতীয়ত: যে রাজ্যে গাড়ি কেনা হয়েছে, সেই রাজ্যে যে রোড ট্যাক্স আপনি দিয়েছেন, তা ফেরত পাবার জন্য আবেদন করতে হবে।

BH রেজিস্ট্রেশনের ফর্ম্যাটটি কিছুটা এরকম YY BH 5529 XX। YY হল প্রথম রেজিস্ট্রেশনের বছর। BH – ভারত সিরিজের কোড। এছাড়া চার ডিজিটের নম্বর থাকবে 0000 থেকে 9999 পর্যন্ত। আর শেষ দুটি XX হল বর্ণমালা (AA থেকে ZZ)।