সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রেমিকের সঙ্গে ঘ’নি’ষ্ঠ ছ’বি স্বস্তিকা কন্যা অন্বেষার, মেয়ের চি’ন্তা’য় ঘুম উ’ড়ে’ছে অভিনেত্রীর

স্বস্তিকা মুখোপাধ্যায় (জন্ম ১৩ ডিসেম্বর ১৯৮০) একজন বাঙালি মডেল এবং অভিনেত্রী।তার পিতা ছিলেন অভিনেতা শন্তু মুখোপাধ্যায়ের।টেলিভিশন ধারাবাহিক দেবদাসী অভিনয়ের মাধ্যমে তিনি নিজের কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে তিনি ঊর্মী চক্রবর্তী পরিচালিত হেমন্তের পাখি চলচ্চিত্রের মাধ্যমে সোনালী পর্দায় প্রথমবার দেখা যায় তাকে। তিনি প্রধান চরিত্রে অভিনয় করার প্রথম সুযোগ পান রবি কিনাগী পরিচালিত মাস্তান চলচ্চিত্রে।

নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায়শই নিন্দুকদের চাঁচাছোলা ভাষায় জবাব দেন স্বস্তিকা। স্টারকিডদের নিয়ে এমনিতেই মাতামাতি লেগেই থাকে।তারা কোথায় কি করছেন,সেই খবর পেতে মরিয়া হয়ে থাকেন নিউজ চ্যানেল থেকে শুরু করে তাদের ভক্তরাও।আর তিনি জোড় হোন স্বস্তিকা এবং প্রমিত সেনের একমাত্র কন্যা অন্বেষা,তাহলে তো কথাই নেই।

ছোট বয়সেই অন্বেষার মা-বাবার সেপারেশনের হয়।তারপর থেকে মায়ের কাছেই থেকেছেন অন্বেষা। কলকাতায় স্কুলের পড়াশুনা শেষ করে মুম্বইএ স্নাতোকস্তরের পড়াশোনা করেছেন তিনি। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই যেমন খোলামেলা স্বস্তিকা ঠিক সেরকমই তার মেয়ে অন্বেষা।একদম মায়ের পথেই হেঁটেছে মেয়ে।

আরো খবর: প্র’য়া’ত হলেন অপরাজিতা আঢ‍্যর মা, মায়ের মৃ’ত্যু’র খবর দিলেন অভিনেত্রী

রবিবার ছিল তাঁর প্রেম সম্পর্কের প্রথম অন্নিভর্সারি। সেই উপলক্ষে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ঘনিষ্ঠ ছবি নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন এই স্টার কিড। সূত্রে খবর প্রেমিকের নাম শ্লোক চন্দন,তার বাড়ি কলকাতায়। ঘটনাটি সম্পর্কে আগের থেকেই অবগত ছিলেন স্বস্তিকা।

 

View this post on Instagram

 

A post shared by Anwesha (@anwesha24)

ইনস্টাগ্রামে অন্বেষা তার প্রেমিকের উদ্দেশ্যে লিখেছেন, ‘তোমায় আমাদের ভালোবাসার এক বছর পূর্তির অনেক শুভেচ্ছা।ভীষণ সাংঘাতিক একটা জার্নি।সারাজীবন তোমার সাথে থাকবো।’ এর পরিপ্রেক্ষিতে স্বস্তিকা কমেন্ট করেন, ‘তবে বাড়িতে কি আমি একা থাকবো? আমার সঙ্গে কে থাকবে?’ শ্লোক জবাবে লেখেন, ‘আমি আগেই তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি’।